Amar Boss: ভিক্টোরিয়ার সামনে ফুচকা, মাটির ভাঁড়ে চা... পায়ে পায়ে কলকাতা ঘুরলেন রাখী গুলজার, সঙ্গী শিবপ্রসাদ
Rakhi Gulzar News: আপাতত কলকাতায় রয়েছেন রাখী গুলজার। ২২ বছর পরে ফের বাংলা ছবিতে ফিরছেন রাখী।

কলকাতা: এর আগে শ্যুটিং করেছেন কলকাতাতেই, আর এবার ছবির প্রচারে কলকাতায় রাখী গুলজার (Rakhi Gulzar)। আগামী ৯ মে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ছবি 'আমার বস'। আর সেই ছবিতেই মুখ্যভূমিকায় অভিনয় করছেন রাখী। সদ্য এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। আর সেই ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) অভিনয় করেছেন রাখী গুলজারের ছেলের ভূমিকায়। আর বাস্তবেও যেন শিবপ্রসাদ সেই রাখী গুলজারের ছেলের মতোই। প্রচারের ফাঁকে তিনি রাখী গুলজারের হাত ধরেই ঘুরে বেড়ালেন কলকাতায়। কখনও ভিক্টোরিয়ার সামনে ফুচকা খেলেন একসঙ্গে, কখনও আবার লেক মার্কেটে চুমুক দিলেন মাটির ভাঁড়ের চায়ে।
আপাতত কলকাতায় রয়েছেন রাখী গুলজার। ২২ বছর পরে ফের বাংলা ছবিতে ফিরছেন রাখী। এর আগে, ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় 'শুভ মহরত' ছবিতে অভিনয় করেছিলেন রাখী। ২২ বছর পরে তিনি আবার ফিরছেন বাংলা ছবির পর্দায়। আপাতত পুরোদমে চলছে ছবির প্রচার, তার ফাঁকেই একটা দিনের জন্য ছুটি চেয়েছিলেন রাখী। প্রসঙ্গত, বছর ৫ আগেও তিনি শ্যুটিং করেছেন কলকাতায় এসে। এই শহর তাঁর বড়ই প্রিয়। কলকাতায় পথে ঘাটে শ্যুটিং হয়েছে 'আমার বস' ছবির। রয়েছে ভিক্টোরিয়ার সামনে একটি ফুচকা খাওয়ার দৃশ্যও। বাস্তবেও একদিনের ছুটি পেয়ে রাখী গুলজার যোগ দিলেন সেই ফুচকা পার্টিতেই।
এদিন কেবল রাখী গুলজার নয়, হাজির ছিলেন 'আমার বস' ছবির অন্যান্য কলাকুশলীরাও। হাজির ছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় খোদ। বিকেলে রাখী গুলজার অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে ভিক্টোরিয়ার সামনে যান ফুচকা খেতে। সেখানে গিয়ে সবার মুখে ফুচকাও তুলে দেন তিনি। পর্দার মা বেশি ফুচকা খাচ্ছে বলে মৃদু বকুনিও দিতে শোনা যায় শিবপ্রসাদকে। এরপরে তাঁরা লেক মার্কেট চত্বরে আসেন। বিখ্যাত রাধু বাবুর দোকানে চলে চা খাওয়া। যোগ দেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও। সব মিলিয়ে জমজমাট রবিবার।
এই ছবি করার আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি আর ছবি করবেন না। তবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboproshad Mukherjee) কথা শুনে মত বদলেছিলেন। গল্প শুনে মনে হয়েছিল, যেখানে পরিবার টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে, সেখানে একজন মা ছেলের এমন গল্প বলা জরুরি। ছেলে চাকরি করে, আর বাড়িতে তাঁর মা। সেই মা ছেলের সমীকরণ নিয়েই বলা গল্প 'আমার বস'।
View this post on Instagram






















