Rakhi on Tollywood: রাখিতে পুরনো ছবি দিয়ে দাদাকে ভালোবাসা, টলিউডের এই অভিনেত্রীকে চিনতে পারছেন?
Rakhi on Tollywood: সোশ্যাল মিডিয়ায় আজ দুটি ছবি শেয়ার করে নিয়েছেন রুক্মিণী। একটি ছবিতে তিনি ও তাঁর দাদা, অন্য ছবিতে বাবা-মা রুক্মিণী ও দাদা।

কলকাতা: ছোটবেলার ছবি। ফ্রেমে পরিবারের ছবি। আর সেই পরিবারে সে সবচেয়ে ছোট, এই ছবি ঝলমল করলে তাঁরই প্রোফাইলে। সেই একরত্তিই এখন টলিউডের প্রথম সারির অভিনেত্রী। রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। আজ রাখি পূর্ণিমা। ভাই-বোনের স্নেহের দিনে সোশ্যাল মিডিয়া পুরনো ছবি শেয়ার করে ছোটবেলার কথা লিখলেন রুক্মিণী।
সোশ্যাল মিডিয়ায় আজ দুটি ছবি শেয়ার করে নিয়েছেন রুক্মিণী। একটি ছবিতে তিনি ও তাঁর দাদা, অন্য ছবিতে বাবা-মা রুক্মিণী ও দাদা। ছবি শেয়ার করে রুক্মিণী লিখেছেন, রুক্মিণী লিখেছেন, 'হ্যাপি রাখি (Happy Rakhi) ভাইদা। ছোটবেলা থেকে তুমি বলতে বাবা-মা আমার থেকে বেশি তোমায় ভালোবাসে। তাতে ভীষণ রাগ হত আমার। ভাগ্যিস মা আমায় বলত যে তুমি মিথ্যে কথা বলছো। তারপরেও আমি তোমায় ভীষণ ভালোবাসি।'
View this post on Instagram
অন্যদিকে এই প্রথম টেলিভিশনে কাজ করছেন রুক্মিণী মৈত্র। তবে কোনও ধারাবাহিকে নয়, একটি রিয়্যালিটি শো-এর বিচারক হিসেবে কাজ করছেন তিনি। শো-এর আগে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী বলেছিলেন, 'এবার মানুষ রুক্মিণীকে চিনবেন দর্শক। এর আগে সবসময় আমায় বড়পর্দার নায়িকা হিসেবেই পেয়ে এসেছেন দর্শক। ভালোবাসা থাকলেও, তাতে বড়পর্দার দূরত্ব ঘোঁচে না। কিন্তু রোজকার শো-এ তো অভিনয় করা যায় না, সেখানে বেরিয়ে আসে ব্যক্তি সত্ত্বা। 'ডান্স ডান্স জুনিয়র' আমার কাছে একটা বড় সুযোগ নিজের ব্যক্তিসত্তাকে প্রকাশ করার, মানুষের আরও কাছাকাছি যাওয়ার।'
আরও পড়ুন: Aindrila Sharma: চোখে খুশির ছোঁয়া ঐন্দ্রিলার, শেয়ার করলেন নতুন ওয়েব সিরিজের ডাবিংয়ের ছবি
তাঁর সঙ্গে বিচারকের টেবিলে দেব আর মনামী ঘোষ। রুক্মিণী বলেছিলেন, 'দেব তো বাংলা ছবির জগতে নাচের দিক থেকে কার্যত একটা নতুন যুগের সূচনা করেছিল। আর মনামীও দারুণ নাচ করে। এর আগে আমাদের একটা শো-তে দেখা হয়েছিল। দেবের সঙ্গে আমার আগেই বোঝাপড়া রয়েছে। কিন্তু আশা করি মনামীর সঙ্গেও বন্ধুত্ব হয়ে উঠবে। মতের মিল হোক বা অমিল, একে অন্যের বিশ্লেষণকে শোনা এবং গ্রহণ করা প্রত্যেক বিচারকেরই কাজ।'






















