Rakhi Sawant: কুমার শানুর পুজোয় দুর্গার বেশে রাখী সবন্ত, করলেন ধুনুচি নাচও
Durga Puja 2023: আজ কুমার শানুর আয়োজন করা দুর্গাপুজোর মণ্ডপে লাল পাড় সাদা শাড়ি পরে হাজির হন রাখী। তাঁর মাথায় শোলার মুকুট, হাতে শাঁখা পলা
কলকাতা: আজ ষষ্ঠী। মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছে গিয়েছে। আর কলকাতায় তো রীতিমতো জোরকদমে চলছে ঠাকুর দেখা। তবে আরব সাগরের পাড়েও কী লাগল সেই বাঙালিয়ানার ছোঁয়া! মুম্বইয়ের কুমার শানুর দুর্গাপুজোয়, বাঙালি সাজে ধরা দিলেন রাখী সবন্ত (Rakhi Sawant)।
ইন্ডাস্ট্রিতে তাঁর নাম রয়েছে 'ড্রামা কুইন' বলে। তবে নিজের ব্যক্তিগত জীবনকে সবসময়েই খোলা পাতার মতো রেখেছেন রাখী। একাধিক সম্পর্কে জড়িয়েছেন, দেখেছেন ভাঙনও। তবে কখনোই কারও থেকে তা গোপন করেননি তিনি। আদিল দুর্রানির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সংঘাত বর্তমানে আইনি পথে। তাঁদের বিয়ে নিয়েও কম চর্চা হয়নি। তবে রাখী নতুন যে বেশে সামনে এলেন, সেখানে তাঁর মাথা ভরা সিঁদুর, হাতে শাঁখা পলা।
আজ কুমার শানুর আয়োজন করা দুর্গাপুজোর মণ্ডপে লাল পাড় সাদা শাড়ি পরে হাজির হন রাখী। তাঁর মাথায় শোলার মুকুট, হাতে শাঁখা পলা। সিঁথি ভরা সিঁদুরে। সেখানে এসে রাখী পা মেলাল গানের তালে। তবে ধুনুচি নাচ করার জন্য ধুনুচি চাইলেও তা সেই মুহূর্তে জোগাড় করা যায়নি। রাখীর বাঙালি সাজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাখী জানিয়েছিলেন, তিনি চান তাঁর জীবন নিয়ে বায়োপিক হোক। কীভাবে একজন একা নারী সমস্তকিছুর সঙ্গে লড়াই করছে, সেটা বড়পর্দায় তুলে ধরলে বহু মানুষ উদ্দীপ্ত হবেন। অনেক মানুষেরই বায়োপিক বানানো হয় তাঁর মৃত্যুর পরে, তবে রাখি চান, বেঁচে থাকতে থাকতেই তাঁর বায়োপিক তৈরি হোক। অভিনেত্রী এও জানিয়েছিলেন, নিজের ভূমিকায় তিনি নিজেই অভিনয় করতে চান।
তবে পরে রাখী মত পরিবর্তন করে জানান, তাঁর ভূমিকায় আলিয়া ভট্ট (Alia Bhatt) বা বিদ্যা বালন (Vidya Balan)-কেই সবচেয়ে ভাল মানাবে। আর তাই, এই দুই নায়িকার সঙ্গেই আলোচনা চলছে বায়োপিক নিয়ে। তাঁদের চিত্রনাট্য পড়ে শোনানোও হয়েছে। তবে কে এই বায়োপিক পরিচালনা করছেন বা তা এখনও প্রকাশ্যে আসেনি। রাখি অবশ্য নিশ্চিত, তাঁর বায়োপিক হলে তা অন্যতম সেরা একটি কাজ হবে।
View this post on Instagram
আরও পড়ুন: Tollywood News: শ্যুটিং শেষ, আগামী বছর মুক্তি পাবে নীল-তৃণার নতুন ছবি, থাকছেন পরাণ, ঋতব্রতও