Tollywood News: শ্যুটিং শেষ, আগামী বছর মুক্তি পাবে নীল-তৃণার নতুন ছবি, থাকছেন পরাণ, ঋতব্রতও
Neel-Trina: এই ছবির গল্প আবর্তিত হবে একটি অনাথ আশ্রমকে ঘিরে। সেই আশ্রমের নামই তিলোত্তমা। এই আশ্রমটি চালান পরাণ বন্দ্যোপাধ্যায়
![Tollywood News: শ্যুটিং শেষ, আগামী বছর মুক্তি পাবে নীল-তৃণার নতুন ছবি, থাকছেন পরাণ, ঋতব্রতও Tollywood News: Trina, Neel, Paran Banerjee and Rwitobrotos new film is going to release next year know in details Tollywood News: শ্যুটিং শেষ, আগামী বছর মুক্তি পাবে নীল-তৃণার নতুন ছবি, থাকছেন পরাণ, ঋতব্রতও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/20/c9e93d35e4b2d79b39928ee693469baa169779882446349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: একসঙ্গে পর্দায় এলেও, জুটি বাঁধছেন না তাঁরা। কলকাতার নামের এই ছবিতে মুখ্যচরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)। মুক্তি পেল পরিচালক সৌম্যজিৎ আদকের নতুন ছবি 'তিলোত্তমা'-র পোস্টার। ইতিমধ্যেই ছবির প্রথম লুক দর্শকদের সামনে এনেছিল এবিপি লাইভ (ABP Live)। নবীন ও প্রবীণ অভিনেতাদের এই ছবি বলবে সমাজের গল্প। আগামী বছরের প্রথম দিকে মুক্তি পাওয়ার কথা এই ছবির। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিংয়ের কাজ।
এই ছবির গল্প আবর্তিত হবে একটি অনাথ আশ্রমকে ঘিরে। সেই আশ্রমের নামই তিলোত্তমা। এই আশ্রমটি চালান পরাণ বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু এই আশ্রমটি চালান না, শিশুদের শিক্ষাও দেন। ছবিতে একজন সিঙ্গল মাদারের ভূমিকায় দেখা যাবে তৃণাকে। অন্যদিকে একজন সঙ্গীতশিল্পীর ভূমিকায় দেখা যাবে নীলকে।
এই ছবিতে ঋতব্রতকে দেখা যাবে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ভূমিকায়। অন্যদিকে তাঁর প্রেমিকা রাই একজন কস্টিউম ডিজাইনার। এই অভিনেতা অভিনেত্রী ছাড়াও এই ছবিতে রয়েছেন, রজত গঙ্গোপাধ্যায়, পূষণ দাশগুপ্ত, পূজা সরকার ও অন্যান্যরা। এই সমস্ত চরিত্ররা ও তাঁদের জীবন জড়িয়ে যায় একে অপরের সঙ্গে। তাঁদের সবাইকে কীভাবে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনবেন আশ্রমের শ্যামাপদবাবু ওরফে পরাণ বন্দ্যোপাধ্যায়... সেটা নিয়েই আবর্তিত হবে ছবির গল্প।
অন্যদিকে, সদ্য মুক্তি পেয়েছে তৃণার নতুন ওয়েব সিরিজ পিলকুঞ্জ। উত্তর ভারতের একটি গ্রাম আর সেখানেই ঘটে যাওয়া একটি রোমহর্ষক গল্প। অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ক্লিক (KliKK) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই সিরিজ।
ব্যাঘ্র সংরক্ষণ এলাকার একটি ছোট্ট গ্রামের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন এই ওয়েব সিরিজ। মুখ্যভূমিকায় দেখা যাবে শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee) ও তৃণা সাহা (Trina Saha)-কে। গল্পের প্রেক্ষাপট উত্তর ভারতের একটি ছোট্ট গ্রাম। সেখানে বাঘের হাতে প্রায়শই নিহত হতে হয় গ্রামবাসীদের। কিন্তু সত্যিই কি এই সমস্ত ঘটনা নিছক কাকতালীয় নাকি এর মধ্যে রয়েছে কোনও মারাত্মক পরিকল্পনা? সেই রহস্য সমাধানেই, কলকাতা থেকে ছদ্মবেশে ওই গ্রামে পৌঁছন সাংবাদিক সিদ্ধার্থ। তিনি পরিচয় নেন একজন ফটোগ্রাফারের। এই চরিত্রেই দেখা যাবে শন বন্দ্যোপাধ্যায়কে। এই অভিযানে গ্রামে গিয়েই সিদ্ধার্থর আলাপ হয় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসকের সঙ্গে। নাম বিদিতা। এই চরিত্রেই দেখা যাবে তৃণাকে। সিদ্ধার্থের সঙ্গে রহস্য সমাধানে জড়িয়ে পড়ে এই বিদিতাও।
আরও পড়ুন: Khoraj Mukherjee: ছোটদের কথা মাথায় রেখে নিখাদ হাসির ছবি, খরাজের 'বগলা মামা'-র প্রথম ঝলক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)