Rakhi Sawant: স্বামীর সঙ্গে বিচ্ছেদ? ভ্যালেন্টাইনস ডে-এর আগেই বড় সিদ্ধান্ত রাখী সবন্তের
Rakhi Sawant Divorece: রবিবারই নিজের বিচ্ছেদের খবর শেয়ার করেন রাখী। তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন তিনি। যা নিয়ে শোরগোল সোশাল মিডিয়ায়।
মুম্বই: ভালোবাসা দিবসের প্রাক্কালে বিচ্ছেদ ঘোষণা করলেন রাখী সবন্ত। এক সপ্তাহ ধরেই চলছে প্রেমের মরসুম। এর মধ্যেই বিচ্ছেদের খবর সোশাল মিডিয়ায় জানালেন তিনি। যা নিয়ে শোরগোল সোশাল মিডিয়ায়। তিনি সাফ জানিয়ে দেন যে তাঁর এবং স্বামী রীতেশের পথ আলাদা।
রবিবারই নিজের বিচ্ছেদের খবর শেয়ার করেন রাখী। তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন তিনি। সেখানে বলেন, "সবাইকে জানাতে চাই যে আমি আর রীতেশ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিগ বসের পরে অনেককিছু ঘটনা ঘটেছে যা আমার হাতের বাইরে। আমরা নিজেদের মধ্যকার দূরত্ব মেটানোর অনেক চেষ্টা করেছি। কিন্তু আমার মনে হয়েছে, আমাদের আলাদা হয়ে যাওয়াই সঠিক সিদ্ধান্ত। আমরা আলাদা থেকে নিজেদের জীবন বেশি উপভোগ করব। নিজেরা নিজেদের মতো থাকব। ভ্যালেন্টাইনস ডে-র আগে আমার মন ভেঙে গেল।"
,
View this post on Instagram
এরপর রাখীর কথায়, "আমি খুবই দুঃখিত। কিন্তু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। রীতেশ জীবনে উন্নতি করুক। আমি এই মুহূর্তে কাজে মনোনিবেশ করতে চাই। নিজেকে খুশি রাখতে চাই। আমাকে বোঝার জন্য ও সাপোর্ট করার জন্য ধন্যবাদ।" প্রসঙ্গত, বলিউডের মির্চি গার্ল তিনি। কিন্তু তাঁর বিবাহিত জীবন নিয়ে অনেকদিন ধরেই জোর চর্চা চলছিল। এর আগে একাধিকবার দাবি করেছিলেন, রীতেশ নামের এক ব্যক্তির সঙ্গে তিনি সাত পাকে বাঁধা পড়েছেন।