Rakhi Sawant: কান্নায় ভেঙে পড়লেও নিজের হাতে মায়ের কফিন বয়ে নিয়ে গেলেন রাখী
Rakhi Sawant News: আজ রাখী সবন্তের মায়ের অন্ত্যেষ্টি সম্পন্ন হয়। ওশিওয়ারা খ্রীস্টান করবস্থানে কবর দেওয়া হয় জয়া সবন্তকে। মায়ের শেষকৃত্য করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাখী
মুম্বই: প্রয়াত রাখী সবন্তের (Rakhi Sawant) মা জয়া সবন্ত (Jaya Sawant)। আজ তাঁর অন্ত্যেষ্টিতে হাজির রইলেন বলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। গতকাল অর্থাৎ শনিবার কুপার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর মা। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে মৃত্যু হয় তাঁর মায়ের। সেই খবর প্রথম দিয়েছিলেন রাখীই।
আজ রাখী সবন্তের মায়ের অন্ত্যেষ্টি সম্পন্ন হয়। ওশিওয়ারা খ্রীস্টান করবস্থানে কবর দেওয়া হয় জয়া সবন্তকে। মায়ের শেষকৃত্য করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাখী। নিজের হাতে মায়ের কফিন বয়ে নিয়ে যান অভিনেত্রী। ৭৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন জয়া। অভিনেত্রী মায়ের শেষকৃত্যে আসেন রাখীর বেশ কিছু বন্ধুরা।
আরও পড়ুন: Pathaan Box Office Collection: মাত্র ৫ দিনেই ২৫০ কোটির ক্লাবে প্রবেশ, 'পাঠান' গড়ল নয়া রেকর্ড
গতকালই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছিল একটি ভিডিও। সেই ভিডিও তাঁর মায়ের একেবারে শেষ অবস্থার। সেখানে দেখা গিয়েছিল, হাসপাতালের মাটিতে বসে ঝরঝর করে কাঁদছেন রাখী। মায়ের শেষকৃত্যে পাশে পেলেন স্বামী আদিল আদিল দুর্রানিকে। রাখীর হাত শক্ত করে ধরে রইলেন আদিল। এসেছিলেন ফারহা আখতার ও রশ্মি দেশাইও।
সম্প্রতি বিয়ের খবরের জন্য শিরোনামে এসেছিলেন রাখী। সোশ্যাল মিডিয়ায় বিয়ের কথা রাখী স্বীকার করলেও এতদিন পর্যন্ত মুখে কুলুপ এঁটেছিলেন আদিল। আদিল কেন বিয়ের কথা প্রকাশ করছে না, এই নিয়েও বিতর্ক হয়েছিল। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ভাগ করে নিলেন আদিল দুর্রানি। লিখলেন, 'এই যে আনুষ্ঠানিক বিয়ের ঘোষণা। আমি কখনোই বলিনি, আমি রাখীকে বিয়ে করিনি। আমায় কিছু পরিস্থিতি সামলাতে হচ্ছিল আর সেই কারণেই চুপ ছিলাম। আমাদের বিবাহিত জীবন সুখের হোক রাখী।'
View this post on Instagram