Pathaan Box Office Collection: মাত্র ৫ দিনেই ২৫০ কোটির ক্লাবে প্রবেশ, 'পাঠান' গড়ল নয়া রেকর্ড
'Pathaan': 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবির হিন্দি সংস্করণ সপ্তম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অন্যদিকে 'বাহুবলী ২' হিন্দি সংস্করণ অষ্টম দিনে ও আমির খানের 'দঙ্গল' দশম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল।
নয়াদিল্লি: চার বছর পর 'বাদশাহি' প্রত্যাবর্তন কিং খানের (King Khan)। বক্স অফিসে 'পাঠান' (Pathaan) ঝড়। সিদ্ধার্থ আনন্দ (Siddharth Ananda) পরিচালিত 'পাঠান' সবচেয়ে দ্রুত ২৫০ কোটি টাকার (250 Crore Club) ব্যবসা করল ভারতে।
বক্স অফিসে ঝড় তুলেছে 'পাঠান'
২৫ জানুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান'। প্রথম দিনের ভোরের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। ইতিমধ্যেই ভারতের দুই ব্লকবাস্টার 'কেজিএফ ২' (KGF Chapter 2) ও 'বাহুবলী ২' (Baahubali 2) ছবিকে পিছনে ফেলেছে 'পাঠান'। এবার এই ছবির নতুন রেকর্ড। মুক্তির পাঁচ দিনের মধ্যেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। তাতেও রেকর্ড।
ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন জানান যে 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবির হিন্দি সংস্করণ সপ্তম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অন্যদিকে 'বাহুবলী ২' হিন্দি সংস্করণ অষ্টম দিনে ও আমির খানের 'দঙ্গল' দশম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অর্থাৎ সেই হিসেবেও নতুন মাইলফলক 'পাঠান'-এর। সবচেয়ে দ্রুত ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করা হিন্দি ছবি এটি।
View this post on Instagram
বক্স অফিস আয়ের কথা ধরলে, বুধ থেকে শনিবারের মধ্যে তৃতীয়বার বক্স অফিসে অর্ধশতরান করল 'পাঠান'। বুধবার ৫৫ কোটি, বৃহস্পতিবার ৬৮ কোটি, শুক্রবার ৩৮ কোটি, শনিবার ৫১.৫০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি, যার মোট ২১২.৫০ কোটি টাকা। এটি শুধু হিন্দি সংস্করণের ব্যবসার অঙ্ক। প্রথম চারদিনে, বিশ্বজুড়ে এই ছবি ৪২৯ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানানো হয়েছে প্রযোজনা সংস্থার তরফে।
আরও পড়ুন: Anwesha Hazra: '১২ বছরের পুরনো অপরাধ স্বীকার করতে পারিনি..' অকপট 'ঊর্মি' অন্বেষা
প্রসঙ্গত, ছবির প্রথম গান হোক বা ট্রেলার, শুরু থেকেই একাধিক বিতর্কের জন্ম দিয়েছিল 'পাঠান'। দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচিও হয়, ডাক দেওয়া হয় 'বয়কট'-এর। কিন্তু তা সত্ত্বেও সব বিতর্ক পিছনে ফেলে ঊর্ধ্বমুখী 'পাঠান'-এর সাফল্যের গ্রাফ। উচ্ছ্বসিত অনুরাগীরাও। ট্রেড অ্যানালিস্টরা আশা করেছিলেন এই ছবির হাত ধরেই বলিউডের লক্ষ্মীলাভ হবে। সেই আশা বাস্তবায়িত হওয়ায় খুশি ইন্ডাস্ট্রিও। প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পায় শাহরুখের শেষ ছবি 'জিরো', যা মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে।