এক্সপ্লোর
Advertisement
অনুপ জলোটা ও তাঁর গার্লফ্রেন্ড জসলিনকে দেখে অবাক রাখী সবন্ত, দিলেন বিগ বসের ঘরে থাকার টিপসও
নয়াদিল্লি: টেলিভিশন রিয়েলিটি শো বিগ বস ১২-তে এবার সবচেয়ে বেশি নজর কেড়েছে ভজন গায়ক অনুপ জলোটা ও তাঁর গার্লফ্রেন্ড জসলিনের জুটি। এই জুটিকে দেখে অনেকেই বেশ অবাক হয়েছেন। এরইমধ্যে এই জুটিকে নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন কন্ট্রোভার্সি কুইন ও বিগ বসের প্রাক্তন প্রতিযোগী রাখী সবন্ত। এ জন্য একের পর এক ছয়টি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।
ভিডিওগুলিতে রাখী অনুপ জলোটা ও তাঁর গার্লফ্রেন্ডকে নিয়ে কথা বলতে দেখা গিয়েছে রাখীকে। তাঁর এই ভিডিওগুলি দেখলে একটা কথা পরিষ্কার হয়ে যায় যে, এই জুটিকে নিয়ে তিনিও বেশ অবাক।
একইসঙ্গে বিগ বসের ঘরে গার্লফ্রেন্ডকে নিয়ে দীর্ঘ সময় থাকার জন্য অনুপ জলোটাকে কিছু টিপসও দিয়েছেন রাখী। অন্য একটি ভিডিওতে রাখীকে অনুপ জলোটা অ্যায়সি লাগি লগন গান গাইতেও শোনা গিয়েছে। যদিও এই গানে মীরার জায়গায় জসলিনের নাম নিয়েছেন তিনি। এই ভিডিওতে রাখীতে জসলিনের প্রশংসাও করতে শোনা গিয়েছে।
কয়েক ঘন্টা আগে এই ভিডিওগুলি পোস্ট করেছেন রাখী। আর সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। ভিডিওগুলি ১০ হাজারের বেশি ইউজার লাইক করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement