Ram Gopal Varma: পথ কুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ রামগোপাল, তুললেন শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন!
Ram Gopal Varma on Supreme Court verdict: সুপ্রিম কোর্টের এই রায় নিয়েই এবার প্রশ্ন তুললেন পরিচালক রাম গোপাল বর্মা

কলকাতা: পথকুকুরদের নিয়ে দেওয়া রায়ে বদল এনেছে সুপ্রিম কোর্ট। এর আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল পথকুকুরদের সরিয়ে ফেলতে হবে আশ্রয়স্থলে। তাদের রাস্তায় রাখা যাবে না। এই রায়ের প্রতিবাদ উঠেছিল দেশ জুড়ে। রাস্তায় রাস্তায় বেরিয়েছিল প্রতিবাদ মিছিল। উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এরপরে এই রায়ে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর আজ এই রায়ে বদল আনল সুপ্রিম কোর্ট। আদালতের তরফ থেকে আজ জানানো হয়েছে, সমস্ত কুকুরদের টিকাকরণ করিয়ে তারপরে তাদের আবার যথাস্থানে ফিরিয়ে দেওয়া হবে। আর সুপ্রিম কোর্টের এই রায় নিয়েই এবার প্রশ্ন তুললেন পরিচালক রাম গোপাল বর্মা। সুপ্রিম কোর্টের এই রায়কে একাধিক প্রশ্নে বিদ্ধ করলে তিনি। কী সেই সব প্রশ্ন?
নিজের এক্স হ্যান্ডল থেকে একটি লম্বা পোস্ট করে রাম গোপাল বর্মা লেখেন, 'সুপ্রিম কোর্টে নির্দেশ অনুযায়ী, কুকুরদের টিকাকরণ করার পরে, যে জায়গা থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল, আবার সেই নির্দিষ্ট জায়গাতেই ফিরিয়ে দেওয়া হবে। আমার প্রশ্ন, একজন কুকুরের টিকাকরণের শংসাপত্র কীভাবে একজন শিশুকে কুকুরের কামড় থেকে বাঁচাবে? যদি কুকুরের বন্ধাত্বকরণই সমস্যার সমাধান হয়, তাহলে কোনও বাচ্চাকে কুকুর কামড়ে দেওয়ার সমস্যা কি কুকুরের জন্ম হওয়া?'
রাম গোপাল বর্মা আরও লেখেন, 'সুপ্রিম কোর্ট বলেছে, জলাতঙ্ক বা রোগগ্রস্ত কুকুরদের রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না। এখানে আমার প্রশ্ন, সমস্ত কুকুরের স্বাস্থ্যপরীক্ষা করার মতো পর্যাপ্ত পরিকাঠামো আমাদের দেশে রয়েছে তো? কোনও কুকুরের কোনও মানসিক সমস্যা রয়েছে কি না, সেটা কীভাবে নির্ণয় করা হবে? তাদের কি কোনও মনোবিদের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে? একটা কুকুর কতটা হিংস্র, তা মাপার জন্য কোনও বিশেষ পদ্ধতি রয়েছে নাকি? কুকুরের হিংস্রতা পরিমাপের জন্য কি কোনও কমিটি তৈরি হবে? কোনও কুকুর যদি আক্রমণ করার পরে লেজ নাড়ায়, তাহলে কি সেটা হিংস্রতা বলে ভাবা হবে?'
এছাড়াও আদালতের রায়কে আরও একাধিক প্রশ্ন বিদ্ধ করেছেন রাম গোপাল বর্মা।

MY QUESTIONS on the Supreme Court’s Revised Order Regarding Stray Dogs
— Ram Gopal Varma (@RGVzoomin) August 22, 2025
1.
The Supreme Court has ruled that dogs must be vaccinated and dewormed, and then released back into the same localities where they were picked up from.
My Questions:
How exactly does a dog’s vaccination…






















