Ranbir Kapoor Birthday: প্রেমিক রণবীর কপূরকে কীভাবে জন্মদিনের শুভেচ্ছা জানালেন আলিয়া ভট্ট?
কীভাবে প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা জানালেন আলিয়া? রণবীর কপূরের জন্মদিনে আলিয়া ভট্ট শুধু বিশেষভাবে শুভেচ্ছাই জানাননি, সঙ্গে একটি বিশেষ ছবিও পোস্ট করেছেন।
মুম্বই: আজ জন্মদিন বলিউডের অন্যতন জনপ্রিয় এবং দক্ষ অভিনেতা রণবীর কপূরের (Ranbir Kapoor)। নিজের জন্মদিনের মতো বিশেষ দিনটা প্রেমিকা আলিয়া ভট্টর (Alia Bhatt) সঙ্গে যোধপুরে কাটাচ্ছেন। কীভাবে প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা জানালেন আলিয়া? রণবীর কপূরের জন্মদিনে আলিয়া ভট্ট শুধু বিশেষভাবে শুভেচ্ছাই জানাননি, সঙ্গে একটি বিশেষ ছবিও পোস্ট করেছেন।
আরও পড়ুন - Anusha Dandekar Update: কর্ণ কুন্দ্রার সঙ্গে কেন ব্রেক-আপ হয়েছিল? এতদিনে মনের কথা খুলে বললেন অনুশা ডান্ডেকর
প্রজন্মের পর প্রজন্ম ধরে বলিউডে অভিনেতা দিয়ে আসছে কপূর পরিবার। পরিবারের প্রায় সকলেই অভিনয় জগতে এসেছেন। তাই ভারতীয় ছবিতে বিশেষ ভূমিকা রয়েছে কপূর পরিবারের। রাজ কপূর থেকে আজকের প্রজন্মের রণবীর কপূর, প্রত্যেকেই হয়ে উঠেছেন দক্ষ অভিনেতা। সেই রণবীর কপূরের আজ জন্মদিন। তাই বলিউডের সমস্ত তারকারা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন প্রেমিকা আলিয়া ভট্টও। প্রসঙ্গত, এই মুহূর্তে দুজনে যোধপুরে একান্তে সময় কাটাচ্ছেন। রণবীর কপূরের জন্মদিনে আলিয়া ভট্ট শুভেচ্ছা জানিয়ে লিখেছেন অল্প কয়েকটা শব্দ মাত্র। তবে সেই অল্প কয়েকটা শব্দেই বুঝিয়ে দিয়েছেন তাঁদের সম্পর্কের গভীরতা থেকে রসায়ন। সঙ্গে অবশ্য একটা ছবিও পোস্ট করেছেন। সমুদ্রের ধারে বসে রয়েছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। একে অপরের কাঁধে মাথা দিয়ে রয়েছেন। আর এমন একটা ছবির সঙ্গে ক্যাপশনে আলিয়া লিখেছেন, 'শুভ জন্মদিন আমার জীবন'।
রণবীর কপূরকে অভিনবভাবে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর মা এবং বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নীতু কপূর। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে একটি ছবি পোস্ট করে প্রিয় ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গে লিখেছেন, 'শুভ জন্মদিন আমার হৃদস্পন্দন। অনেক আশির্বাদ তোমার জন্য।'
অর্জুন কপূরও এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে রণবীর কপূরের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও দিদি রিধিমা কপূর থেকে করিনা কপূর খান, করিশ্মা কপূর প্রত্যেকেই রণবীর কপূরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।