Ranbir Kapoor: মেয়ের সঙ্গে সময় কাটাতে চান, প্রত্য়াখ্য়ান করলেন একাধিক বিগবাজেট ছবির অফার
Ranbir Kapoor: সূত্রের খবর অনুযায়ী 'ধুম ৪'ও'রামায়ণ' ছবিতে অভিনয়ের জন্য় অফার করা হয়েছে রণবীর কাপূরকে। কী জানা যাচ্ছে তাঁর তরফে?
কলকাতা: দোলে মুক্তি পাচ্ছে লভ রঞ্জন পরিচালিত রণবীর কপূর ও শ্রদ্ধা কপূর জুটির ছবি 'তু ঝুটি ম্য়ায় মক্কার'। আর এরমধ্য়েই প্রকাশ্য়ে এল নতুন খবর। বলিউডে গুঞ্জন, তাঁকে যশরাজ ফিল্মসের ছবি 'ধুম ৪' ও নীতেশ তিওয়ারির 'রামায়ণ'এর জন্য যোগাযোগ করা হয়েছে। যদিও এই তথ্য়কে গুজব বলে অস্বীকার করেছেন 'শামসেরা' অভিনেতা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন যে, এইমুহূর্তে তিনি কোনও নতুন প্রোযেক্টে স্বাক্ষর করেননি। তবে তাঁর আশা,আগামী মাসগুলোতে কিছু নতুন ছবি নিয়ে তিনি আলোচনা করবেন। তিনি আরও জানান, এক বছরের জন্য় বাড়িতে বসে থাকলেও তিনি খুশি, কারন,তিনি এখন মেয়ে রাহার সঙ্গে যতটা সম্ভব বেশি সময় কাটাতে চান।
ছবি প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা জানান,'এটা একটা গুজব। 'ধুম ৪'-র জন্য় আমার কাছে কোনও অফার আসেনি, তবে এই ঘরানার ছবিতে আমি অবশ্য়াই কাজ করতে ইচ্ছুক।'
শোনাযাচ্ছে 'তু ঝুটি ম্য়ায় মক্কার' ও অগাস্টে 'অ্যানিমাল' মুক্তির পর বেশকিছুটা সময় বিরতি নিতে চান রনবীর। তবে নেটাগরিকরা মনে করছেন, মেয়ের সঙ্গে সময় কাটাবেন বলেই হয়তো ছবির অফার ফিরিয়ে দিচ্ছেন রণবীর কপূর।
আরও পড়ুন...
লভ রঞ্জনের পরবর্তী ২ ছবিতেও রণবীর কপূর?
মুক্তির দোরগোড়ায় লভ রঞ্জনের ছবি 'তু ঝুটি ম্য়ায় মক্কার'। আর এরইমধ্য়ে প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। বিটাউন সূত্রে খবর, পরিচালক ইতিমধ্য়েই রনবীর কপূরকে (Ranbir Kapoor) আরও দুটি ছবির অফার করেছেন। তবে এই ছবি দুটি কোন ঘরানার বা এই ছবিতে রনবীরের বিপরীতে কাকে দেখা যাবে, সেই তথ্য় এখনও প্রকাশ্য়ে আসেনি।
রনবীর কপূর (Ranbir Kapoor) সম্প্রতি জানিয়েছিলেন,'প্য়ায়ার কা পঞ্চনামা টু' দেখার পরই তিনি লভ রঞ্জনের সঙ্গে কাজ করতে আগ্রহী হয়েছিলেন। তারপরই সত্য়ি হয় তাঁর বাসনা। শ্রদ্ধা কপূরের সঙ্গে রমকম ঘরানার ছবি 'তু ঝুটি ম্য়ায় মক্কার'এ কাজের সুযোগ পেলেন অভিনেতা।
তবে এই ছবি ছাড়াও রনবীর কপূরের হাতে রয়েছে একাধিক বিগ বাজেট প্রোযেক্ট। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বায়োপিকে অভিনয় করছেন রনবীর।
প্রসঙ্গত, পরিচালক লভ রঞ্জনের আসন্ন ছবি 'তু ঝুটি ম্য়ায় মক্কার'(Tu Jhooti Main Makkar)-এর নতুন গান প্রকাশ্য়ে এসেছিল কিছুদিন আগেই। গানের নাম 'শো মি দ্য় ঠুমকা'। প্রীতমের সুরে এই পার্টি সংটি গেয়েছেন সুখবন্ত সিং (Shashwat Singh) ও সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। এই গানটির লিরিক্স লিখেছেন অমিতাভ চট্টাচার্য (Amitabh Bhattacharya)।