জন্মদিনে প্রথম শুভেচ্ছা জানাতে মধ্যরাতে আলিয়ার বাড়িতে রণবীর, ছবি ভাইরাল
মুম্বই: ১৫ মার্চ ২০১৯, ২৬-এ পা দিলেন আলিয়া ভট্ট। তাঁকে প্রথম শুভেচ্ছা জানাতে মধ্যরাতেই ছুটলেন রণবীর কপূর। ছবি শিকারিদের ক্যামেরায় ধরা পড়ল সেই সারপ্রাইজ ভিজিটের ছবিই। ফেডেড জিন্স, পায়ে ধবধবে সাদা স্নিকার্স সঙ্গে ব্লু-ব্ল্যাক স্ট্রাইপ জ্যাকেট- এই পোশাকেই আলিয়ার বাড়িতে ঢুকতে দেখা গিয়েছে আরকে জুনিয়রকে। আলিয়ার বাড়িতে রণবীরের কড়া নাড়ার এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রামে এই ছবি রীতিমতো ভাইরাল।
প্রসঙ্গত, খুব শীঘ্রই রূপোলি পর্দায়ও একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। রণবীর কপূর ও আলিয়া, একই সঙ্গে কাজ করছেন অয়ন মুখার্জির ছবিতে। ‘ব্রহ্মাস্ত্র’ নামের ছবিতে এই বলি যুগলকে একসঙ্গে দেখতে মুখিয়ে সিনেপ্রেমীরাও। উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত হতে চলেছে অভিষেক বর্মণের ‘কলঙ্ক’। ধর্মা প্রোডাকশনের এই ছবিতে সঞ্জয় দত্ত, মাধুরী ও অমিতাভ বচ্চনদের সঙ্গে সেট শেয়ার করেছেন আলিয়াও। ‘কলঙ্ক’-এ আলিয়াকে দেখা যাবে রূপ নামের একটি চরিত্রে। তাঁর বিপরীতেই অভিনয় করেছেন বলিউডের চকোলেট হিরো বরুণ ধাওয়ান।






















