Ranbir Kapoor: কাজ করতে চাইছেন না রণবীর কপূর! কেন?
Bollywood Celebrity Updates: বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করছে না অভিনেতার। আচমকা কী হল রণবীরের? কেন এমন বললেন তিনি?
![Ranbir Kapoor: কাজ করতে চাইছেন না রণবীর কপূর! কেন? Ranbir Kapoor Opens Up About Daughter Raha, 'I Just Want To Be At Home With Her', know in details Ranbir Kapoor: কাজ করতে চাইছেন না রণবীর কপূর! কেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/23/c2b2bf4445875d5a77587fafda1b52101677119370861209_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: কাজ করতে চাইছেন না বলিউড অভিনেতা রণবীর কপূর (Ranbir Kapoor)। তাঁর কিছু করতেই ভালো লাগছে না। বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করছে না অভিনেতার। আচমকা কী হল রণবীরের? কেন এমন বললেন তিনি?
কী হল রণবীর কপূরের?
সামনেই মুক্তি পাবে রণবীর কপূর ও শ্রদ্ধা কপূরের বহু প্রতীক্ষিত ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার'। আগামী ৮ মার্চ ছবির মুক্তি। তার আগে জোরকদমে ছবির প্রচার চালাচ্ছেন অভিনেতা। এরই মাঝে স্ত্রী, সন্তান, পরিবার নিয়ে কথা বললেন। গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। গত বছরই তাঁদের জীবনে সন্তান এসেছে। দুই তারকাই কাজের ফাঁকে সন্তানকে নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি ছবির প্রচারে এসে রণবীর জানালেন, মেয়ের জন্মের পর থেকে তাঁর আর কিছুই করতে ভালো লাগে না। লা ভালো লাগে কাজ করতে, না ভালো লাগে কিছু করতে। বাড়ি থেকেই তাঁর বেরোতে ইচ্ছে করে না। সারাক্ষণ কন্যা রাহার সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করে তাঁর। রণবীর কপূর বলছেন, 'আমার এখন মনে হয় অর্ধেক জীবনই তো কেটে গিয়েছে। বাকি যা রয়েছে, তাতে আর কী হবে। বিয়ে হয়ে গিয়েছে। আমি আমার স্ত্রীকে ভালোবাসি। কিন্তু আমার মনে হয়, যবে থেকে আমার সন্তান রাহার জন্ম হয়েছে, এক অন্য অনুভূতি হচ্ছে। শরীর এবং মনে এক অন্য অনুভূতি এসেছে।'
আরও পড়ুন - Salman-Bhagyashree: 'আমি ভালো ছেলে নই'! ভাগ্যশ্রীকে কেন বলেছিলেন সলমন?
রণবীর কপূর আরও বলছেন, 'জানেন, আমি কখনও জীবনে এমন অনুভূতির সামনা সামনি হইনি। আর এটা শুধুই আনন্দের অনুভূতি। আপনারা জানেন, আমি এখন শুধুই বাড়িতে থাকতে চাই। আমি শুধুই রাহার সঙ্গে থাকতে চাই। আমি কাজ করতে চাই না। কিছু করতেই ইচ্ছে করে না। কিন্তু এমনটা তো হয় না। তবে, এটাই আমার অনুভূতি। এটা ঠিক বর্ণনা করতে পারব না। বিশ্বের এটাই সেরা অনুভূতি বলে আমার মনে হয়।'
প্রসঙ্গত, একাধিক ছবিতে দেখা যেতে চলেছে রণবীর কপূরকে। সামনেই মুক্তি পাবে তাঁর এবং শ্রদ্ধা কপূরের ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার'। এছাড়াও তাঁকে দেখা যাবে রশ্মিকা মন্দান্নার সঙ্গে 'অ্যানিমল' ছবিতে। এছাড়াও সম্প্রতি শোনা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাপোপিকে তাঁর চরিত্রে অভিনয় করবেন রণবীর কপূর। যদিও এখনও এই খবরে শিলমোহর দেননি সৌরভ কিংবা রণবীর কেউই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)