'Animal' Release Date: পিছিয়ে গেল রণবীর কপূর ও রশ্মিকা মান্দান্না অভিনীত 'অ্যানিম্যাল' ছবির মুক্তির তারিখ
'Animal': কেন পিছিয়ে দেওয়া হল ছবির মুক্তির তারিখ। ১১ অগাস্টের বদলে ডিসেম্বরে ছবির মুক্তির কারণ হিসেবে পরিচালক বলেন, 'আমাদের ১১ অগাস্টে ছবির মুক্তি না করানোর একমাত্র কারণ গুণগত মান।'
মুম্বই: মুক্তির তারিখ বদলে গেল রণবীর কপূর (Ranbir Kapoor) ও রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) অভিনীত 'অ্যানিম্যাল' ('Animal' New Release Date) ছবির। কবে মুক্তি পাচ্ছে এই অ্যাকশন থ্রিলার (Action Thriller) ঘরানার ছবি? জানুন বিস্তারিত।
'অ্যানিম্যাল' ছবির মুক্তির নতুন তারিখ প্রকাশ্যে
শোনা গিয়েছিল আগেই যে মুক্তির দিন পিছিয়ে যাচ্ছে 'অ্যানিম্যাল' ছবির। সোমবার ছবির নির্মাতারা ঘোষণা করলেন মুক্তির নতুন তারিখ। ১ ডিসেম্বর ২০২৩-এ মুক্তি পাবে 'অ্যানিম্যাল'।
এদিন ফিল্ম সমালোচক তরণ আদর্শ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ব্যাপারে আপডেট শেয়ার করে লেখেন, 'রণবীর কপূর - সন্দীপ রেড্ডি ভাঙ্গা: 'অ্যানিম্যাল' আসছে ১ ডিসেম্বর... নতুন মুক্তির তারিখ পেল এই ছবি।' সন্দীপ রেড্ডির পরিচালনায় এই ছবিতে জুটি বাঁধবেন রণবীর কপূর ও রশ্মিকা মান্দান্না। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ববি দেওল, অনিল কপূরকে।
কেন পিছিয়ে দেওয়া হল ছবির মুক্তির তারিখ। ১১ অগাস্টের বদলে ডিসেম্বরে ছবির মুক্তির কারণ হিসেবে পরিচালক বলেন, 'আমাদের ১১ অগাস্টে ছবির মুক্তি না করানোর একমাত্র কারণ গুণগত মান। আমি আপনাদের ছবির পোস্ট প্রোডাকশনের কাজের প্রক্রিয়া বলে বিরক্ত করতে চাই না। উদাহরণ হিসেবে, ছবিতে সাতটি গান রয়েছে এবং সেই সাতটা গানকে পাঁচটি ভাষায় গুণ করলে সংখ্যাটা দাঁড়ায় ৩৫-এ। ৩৫টি গান, বিভিন্ন ধরনের গীতিকার, ভিন্ন গায়ক গায়িকার দল, সবমিলিয়ে যেমন ভেবেছিলাম তার থেকে খানিক বেশি সময় লাগবে। হিন্দিতে যেমন গুণগত মানে পৌঁছেছি, বাকি ভাষার ক্ষেত্রেও আমি তেমনটাই চাই। মুক্তির পর যেন হিন্দি ডাবিং করা তামিল ছবি বা হিন্দি ডাবিং করা তেলুগু ছবির মতো না মনে হয়। সেই কারণেই আমরা সময় নিচ্ছি। এবং এর পিছনে অন্য কোনও কারণ নেই। আপনাদের শুধু এই কথাই দিতে পারি যে ১ ডিসেম্বর আমরা শ্রেষ্ঠ জিনিসটা নিয়ে আসছি।' সবশেষে তিনি বলেন, '১ ডিসেম্বর এসে পড়ুন প্রেক্ষাগৃহে, রণবীর কপূরের বিশ্বরূপ দেখতে।'
View this post on Instagram
আরও পড়ুন: Health Tips: মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে বজায় রাখতে অবশ্যই পাতে পড়ুক এই পাঁচ 'সুপারফুড'
প্রথমে 'অ্যানিম্যাল' মুক্তি পাওয়ার কথা ছিল ১১ অগাস্ট। ওই একই দিনে প্রেক্ষাগৃহে হাজির হবে সানি দেওলের 'গদর ২' ও অক্ষয় কুমারের 'ও মাই গড ২'। দুই বহু প্রতীক্ষিত ছবির সঙ্গে বিরোধ এড়াতেই কি তবে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত? নির্মাতারা অবশ্য সে কথা মানতে নারাজ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন