Ranbir Kapoor ED Summon: অনলাইন বেটিং অ্যাপ মামলায় রণবীর কপূরকে তলব ইডি-র
Ranbir Kapoor: ৬ অক্টোবর তাঁকে ডেকে পাঠানো হয়েছে অনলাইন বেটিং কেসে জিজ্ঞাসাবাদের জন্য। মহাদেব বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় রণবীর কপূরকে সমন পাঠানো হয়েছে।
নয়াদিল্লি: বলিউড অভিনেতা রণবীর কপূরকে (Ranbir Kapoor) তলব করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ৬ অক্টোবর তাঁকে ডেকে পাঠানো হয়েছে অনলাইন বেটিং কেসে (Online Betting App) জিজ্ঞাসাবাদের জন্য। এই মামলায় ইতিমধ্যেই তদন্তের আতসকাচে রয়েছেন একাধিক বলিউড অভিনেতা ও গায়ক।
অনলাইন বেটিং মামলায় এবার রণবীর কপূরকে তলব
বেটিং অ্যাপ মামলায় অভিনেতা রণবীর কপূরকে ইডির তলব। ৬ অক্টোবর অভিনেতা রণবীর কপূরকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। মহাদেব বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় রণবীর কপূরকে সমন পাঠানো হয়েছে। বিভিন্ন সূত্রের খবর, রণবীর কপূর একটি সাবসিডিয়ারি অ্যাপের প্রচার করেছিলেন যা প্রোমোশন করে মহাদেব বুক অ্যাপ প্রোমোটারেরা। সূত্রের আরও খবর, এই প্রচারের জন্য নগদ অর্থ নিয়েছিলেন অভিনেতা।
'মহাদেব বুক অ্যাপ' নামক এক অনলাইন বেটিং প্ল্যাটফর্ম সংক্রান্ত মামলায় তদন্ত করছে ইডি। কেন্দ্রীয় সংস্থার সঙ্গে এই তদন্তে রয়েছেন একাধিক রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টও। ইডি দ্বারা যে ডিজিট্যাল প্রমাণ জোগাড় করা হয়েছে সেই অনুযায়ী, হাওয়ালার মাধ্যমে এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ১১২ কোটি টাকা পাঠানো হয়েছিল হোটেল বুকিংয়ের জন্য। এর মধ্যে ৪২ কোটি টাকা নগদে দেওয়া হয়েছিল।
এই তদন্তে একাধিক বলিউড অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকাকে ধীরে ধীরে তলব করা হতে বলে আগেই শোনা গিয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 'মহাদেব বুক অ্যাপ' প্রোমোটার সৌরভ চন্দ্রকরের বিয়ের অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) পৌঁছেছিলেন একাধিক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন টাইগার শ্রফ (Tiger Shroff), সানি লিওনি (Sunny Leone), নেহা কক্কড় (Neha Kakkar), আতিফ আসলাম, রাহত ফতেহ আলি খান, আলি আসগর, বিশাল দাদলানি, এলি আব্রাম, ভারতী সিংহ, ভাগ্যশ্রী, কৃতী খারবান্দা, নুসরত ভারুচা, ক্রুষ্ণা অভিষেক, সুখবিন্দর সিংহ। এখন, সূত্র প্রকাশ করেছে যে চন্দ্রকর এবং সংস্থার দ্বিতীয় প্রোমোটার, রবি উৎপল দ্বারা আয়োজিত অ্যাপের সাফল্যের পার্টিরও তদন্ত চলছে, যা গত বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। সেই পার্টিতেও বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন। তাঁরাও স্বাভাবিকভাবে ইডি নজরে রয়েছেন বলে খবর। দুই ইভেন্টের জন্যই নাকি হাওয়ালার মাধ্যমে অভিনেতা, অভিনেত্রী ও গায়ক গায়িকাদের নগদে পেমেন্ট করা হয়েছিল বলে খবর সূত্রের। এখন এই তদন্তে আর কার কার নাম জড়ায় সেই দিকে থাকবে নজর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন