রণবীর কপূরের পা ছুঁয়ে প্রণাম ফ্যানের, ট্রোলড ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতা
দীপিকা, আলিয়ার জন্য নন, এবার তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন জনৈক এক অনুরাগীর জন্য।
মুম্বই: সোশ্যাল মিডিয়ায় না থেকেও ফের একবার নেটিজেনদের সমালোচনার মুখে বলিউড তারকা রণবীর কপূর। দীপিকা, আলিয়ার জন্য নন, এবার তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন জনৈক অনুরাগীর জন্য। সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক অনুরাগী তাঁর পা ছুঁয়ে প্রণাম করছে এবং তাঁকে উপহার দিচ্ছে। গিফট র্যাপিং পেপারে মোড়ানো উপহার এবং সঙ্গে চকোলেট, রণবীর অনুরাগী নিজে হাতেই তা তুলে দিচ্ছে তারকাকে। ওই ভিডিও-তে দেখা যাচ্ছে, তারকার পায়ের কাছে বসে রয়েছে রণবীর অনুরাগী। এতেই ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতার আচরণ নিয়ে সরব হয়েছে নেটিজেনরা।
View this post on Instagram
কেউ মন্তব্য করেছে, রণবীর একবারের জন্যও তাঁর অনুরাগীকে সোফায় বসার কথা বলল না। এক গ্লাস জলও পর্যন্ত দিল না। একজন আবার ওই ভিডিও-তে কমেন্ট করেছেন, তারকারাও রক্ত মাংসে গড়া মানুষ। তাঁদের-কে এমন ঈশ্বরের মতো পুজো করার অর্থ কী?
যদিও এই সমালোচনায় কান দিতে নারাজ রণবীরের অনুরাগী। তার সাফ কথা, “আমি রণবীর কপূরের অন্ধ ভক্ত। তিনি আমার জীবন, আমার সবকিছু। তাঁর জন্য আমি যে কোনও কিছুই করতে পারি”। ট্যুইটারে আরও কিছু ছবিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, রণবীর তাঁর অন্ধ ভক্তকে নিজের স্বাক্ষর সহ একটি টুপি উপহার দিয়েছেন।