Ranbir Kapoor Wedding: রণবীর-আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানে নিজের হাতে ঋষির নাম লিখলেন নীতু
রণবীর-আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানে নিজের হাতেও মেহেন্দি করলেন নীতু কপূর (Neetu Kapoor)। আর তাতে লেখা প্রয়াত অভিনেতা ঋষি কপূরের (Rishi Kapoor) নাম। ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়।
কলকাতা: বলিউডের এই মুহূর্তের টক অফ দ্য টাউন অবশ্যই রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ে। আজ তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, গতকাল ছিল তাঁদের মেহেন্দির অনুষ্ঠান। পরিবারের সদস্যরা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বলিউডের বেশ কিছু তারকা। রণবীর-আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানে নিজের হাতেও মেহেন্দি করলেন নীতু কপূর (Neetu Kapoor)। আর তাতে লেখা প্রয়াত অভিনেতা ঋষি কপূরের নাম। ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়।
জানা যায়, ২০১৭ সাল থেকে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর আজ তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বলিউডের এই হাই ভোল্টেজ বিয়েকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। আগে মুখ বন্ধ রাখলেও গতকাল বিয়ের কথা জানিয়েছেন রণবীর কপূরের মা নীতু কপূর ও দিদি ঋদ্ধিমা কপূর সাহানি। আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হাতের মেহেন্দির ছবি পোস্ট করলেন নীতু কপূর স্বয়ং।
নীতু কপূরের হাতের মেহেন্দিতে লেখা ঋষি কপূরের নাম-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের মেহেন্দি করা হাতের ছবি পোস্ট করেছেন নীতু কপূর। আর সেই মেহেন্দিতেই জ্বলজ্বল করছে প্রয়াত অভিনেতা ঋষি কপূরের নাম। ছবি শেয়ার হতেই তা ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। রণবীর-আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানে পরিবারের সদস্যরা চুটিয়ে উপভোগ করছেন। তা প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। করিশ্মা কপূর থেকে রণবীরের দিদি ঋদ্ধিমা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মেহেন্দির ছবি পোস্ট করেছেন। গতকাল মেহেন্দি অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় করিনা কপূর খান, করিশ্মা কপূর, কর্ণ জোহর, মহেশ ভট্ট, পূজা ভট্ট, অয়ন মুখোপাধ্যায়, রাহুল ভট্টদের।
আরও পড়ুন - Kajal Aggarwal Updates: মা হবেন শীঘ্রই, তার আগে স্বামীর উদ্দেশে বিশেষ বার্তা কাজল আগরওয়ালের
সম্প্রতি শোনা যাচ্ছে, আলিয়ার সঙ্গে বিয়ে মিটলেই সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ হতে পারে রণবীর কপূরের। শোনা যাচ্ছে, আলিয়া ভট্টই রণবীরকে রাজি করিয়েছেন সোশ্যাল মিডিয়ায় আসার জন্য। বিয়ের পর অনুরাগীদের জন্য সেখানেই দেওয়া হবে বিশেষ ভিডিও বার্তা। তাই এখন দুই তারকার বিয়ের শুভক্ষণের জন্য যেমন অপেক্ষা করছেন অনুরাগীরা, তেমনই রণবীর কপূরের সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশের জন্যও অপেক্ষায় তাঁরা।