Ranbir Kapoor: 'বাবা থাকলে সঠিক সমালোচনা করতে পারতেন', নতুন ছবি মুক্তির আগে আফশোস রণবীরের
Ranbir Kapoor on Rishi Kapoor:সদ্য 'সামশেরা'- নিয়ে একটি সাক্ষাৎকারে রণবীর বলেছেন, 'এই ছবিটা মুক্তির আগে আমার খুব বাবার কথা মনে পড়ছে।
মুম্বই: সদ্য মুক্তি পাওয়া রণবীর কপূরের (Ranbir Kapoor)-এর নতুন লুক নিয়ে এখনও সরগরম সোশ্যাল মিডিয়া। নতুন ছবি 'সামশেরা'-তে তাক লাগিয়েছে রণবীর কপূরের লুক। আর এই লুক নিয়ে এত প্রশংসার মধ্যেও নায়কের মনে পড়ে গেল সদ্যপ্রয়াত বাবা ঋষি কপূরের (Rishi kapoor) কথা।
সদ্য 'সামশেরা'- নিয়ে একটি সাক্ষাৎকারে রণবীর বলেছেন, 'এই ছবিটা মুক্তির আগে আমার খুব বাবার কথা মনে পড়ছে। আমার যে কোনও বিষয়ের সঠিক সমালোচনা করতেন উনি। সঠিকভাবে ভালো-খারাপটা বলে দিতে পারতেন কিছুর দ্বারা প্রভাবিত না হয়ে। বিশেষ করে আমার কাজের ক্ষেত্রে। ভাবতে খারাপ লাগছে এই ছবিটা বাবা দেখে যেতে পারলেন না। তবে হ্যাঁ, এই অন্যধারার ছবির মুক্তি নিয়ে আমি খুব আশাবাদী। আশা করি কোথাও না কোথাও থেকে বাবা আমায় দেখছেন আর আমার জন্য গর্ব অনুভব করছেন।'
আরও পড়ুন: Remastered version of 'Titanic': আগামী বছর ভালোবাসার দিনে বড়পর্দায় ফিরছে 'টাইটানিক'
গত বুধবার প্রকাশ্যে এসেছিল 'সামশেরা' ছবির টিজার। কয়েক ঝলকেই রণবীর কপূরের পারফর্ম্যান্স দেখে উত্তেজিত অনুরাগীরা। 'সামশেরা' ছবিতে নাম ভূমিকায় রয়েছেন রণবীর। তাঁকে নিজের জমি এবং সেখানকার মানুষের জন্য লড়াই করে অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা যাবে। রণবীরের সঙ্গে সঞ্জয় দত্তকেও দুর্ধর্ষ লাগছে তাঁর লুকে। টিজারের শুরুতে রণবীরকে একটি কবিতা আবৃত্তি করতে শোনা যাবে এবং তাতেই ছবির নেপথ্য কাহিনি ধরা পড়ে। ছবিতে রণবীর কপূরের বিপরীতে বাণী কপূরকে দেখা যাবে। তবে টিজারে অভিনেত্রীর লুক প্রকাশ্য়ে আসেনি।
'সামশেরা' ছবিটি বলবে কাল্পনিক শহর কাজার গল্প। যেখানে এক যোদ্ধা উপজাতিকে বন্দি করা হয়েছে। তাদের দাস বানিয়ে অত্যাচার করা হচ্ছে। আর এই সব করছে শুধ সিংহ। এটি এমন একজন ব্যক্তির গল্প যে একজন দাস হয়েছিলেন, একজন ক্রীতদাস যিনি নেতা হয়েছিলেন এবং তারপরে তার জাতির জন্য কিংবদন্তি হয়েছিলেন। নিজের উপজাতির মুক্তির জন্য লড়াই করতে দেখা যাবে তাকে। তার নাম 'সামশেরা'।
কর্ণ মলহোত্র পরিচালিত, আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবি হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাবে ২২ জুলাই।