Randeep Hooda: কোমর জল ভেঙে হরিয়ানায় বন্যা দুর্গতদের খাবার,জল সরবরাহ করলেন রণদীপ হুডা
Randeep Hooda Helping Flood Victims: গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে বন্য়া উত্তরভারতের বেশ কিছু জায়গায়।
কলকাতা: আবারও খবরের শিরোনামে উঠে এলেন অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda)। হরিয়ানায় বন্যা দুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন 'সর্বজিৎ' অভিনেতা (Randeep Hooda)। সম্প্রতি বান্ধবী লিন লাইশরামের সঙ্গে খালসা এইড সংস্থার হয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন রণদীপ (Randeep Hooda)। কোমর জল ভেঙে খাবার, জল থেকে শুরু করে অন্য়ান্য় প্রয়োজনীয় সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিলেন অভিনেতা (Randeep Hooda)। এর আগেও তাঁকে বহুবার সমাজসেবা মূলক কাজ করতে দেখা গেছে।
সোশ্য়াল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও শেয়ার করে অভিনেতা (Randeep Hooda) লিখেছেন, 'আসুন, আমরা একে অপরকে সাহায্য়ের হাত বাড়িয়ে দিই'। তাঁর এক পোস্টকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, “শুধু ভাল উদ্দেশ্য বা কোন প্রচারের জন্য় নয়, আপনি একজন সত্যিকারের মানুষ!”, আরেকজন বলেন, “একটাই হৃদয়, রণদীপ আপনি কতবার জিতে নেবেন।”
গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে বন্য়া (flood) উত্তরভারতের (North Bengal) বেশ কিছু জায়গায়। উত্তরপ্রদেশ (Uttarpadesh), হরিয়ানা (Haryana) ও দিল্লির (Delhi) বিস্তীর্ণ এলাকা বন্য়া কবলিত। ক্ষতিগ্রস্থ হয়েছে জমির পর জমি ফসল। ফলে মাথায় হাত কৃষকদের।
আরও পড়ুন...
বর্ষায় বিভিন্ন রোগ ও সংক্রমণের ঝুঁকি বাড়ে, তাই চা খাওয়ার সময় নজর রাখুন এই দিকগুলোয়
সবথেকে ভয়াবহ খবর হল এর জেরে মৃ্ত্যু হয়েছে প্রচুর মানুষের। শুধু তাই নয়, ঘরছাড়াও হয়েছেন বহু মানুষ। অনেকেই বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছেন।
সম্প্রতি সিরিজ 'ক্য়াট' (CAT)-এ রণদীপ হুডার (Randeep Hooda) অসামান্য় অভিনয় মন কেড়ে নিয়েছিল মানুষের। বর্তমানে, অভিনেতা (Randeep Hooda) পায়ের চোট থেকে সুস্থ হয়ে উঠছেন এবং সুস্থ হওয়ার পর 'বীর সাভারকার'-র উচ্চ প্রত্যাশিত চলচ্চিত্রের শুটিং আবার শুরু করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া অভিনেত্রী নীনা গুপ্তার সঙ্গেও একটি প্রোযেক্টে কাজ করতে চলেছেন তিনি। আপাতত তাঁকে কবে বড়পর্দায় দেখা যাবে সেই অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।
ছবির পাশাপাশি ওয়েব সিরিজে (Web Series) 'কিক'-এও অভিনয় করছেন অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda)। তাঁর ছবি 'রাধে' মুক্তি পেয়েছিল ওয়েব প্ল্যাটফর্মেই। 'ইনস্পেক্টর অবিনাশ' ওয়েব সিরিজও তাঁর (Randeep Hooda) অভিনয়ও জায়গা করে নিয়েছিল সিনেপ্রেমীদের মনে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন