এক্সপ্লোর
Advertisement
তাপসী পান্নুকে সমর্থন করায় এবার কঙ্গনার বোন রঙ্গোলির রোষে বিক্রম
অতীতেও একাধিক বলি অভিনেতাদের বিরুদ্ধে সমালোচনা করে খবরে এসেছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হল না।
নয়াদিল্লি: ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবির ট্রেলার রিলিজ করেছে ৫ দিনই হয়েছে, এরই মধ্যে সিনেপ্রেমীদের মনে তরঙ্গ তুলেছে কঙ্গনা রানাওয়াত এবং রাজ কুমার রাও। অভিনয় এবং ছবির চিত্রনাট্যের যে আভাস মিনিট আড়াইয়ের ওই ট্রেলারে পাওয়া গিয়েছে, তাতে অনেকেই বলছেন এই ছবি চলবে। সম্প্রতি রিলিজ হয়েছে এই ছবির একটি মিউজিক ভিডিয়োও। ছবি রিলিজ করবে চলতি মাসের শেষ সপ্তাহে (২৬ জুলাই)। এরই মধ্যে শিরোনাম হয়ে গেলেন কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি চান্দেল।
ছবির ট্রেলারের প্রশংসা করলেও কেন কঙ্গনার কথা বলা হচ্ছে না, এই নিয়ে আগেও বরুণ ধবন ও তাপসী পান্নুর বিরুদ্ধে তোপ দেগেছেন রঙ্গোলি। এবার তাপসীকে সমর্থন করায় রঙ্গোলির নিশানায় পড়লেন বাঙালি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।
অতীতেও একাধিক বলি অভিনেতাদের বিরুদ্ধে সমালোচনা করে খবরে এসেছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হল না। ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবির অভিনেত্রী কঙ্গনার প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়েই বিক্রম ট্যুইট করেন, “কঙ্গনার মতো মানের অভিনেত্রীকে শ্রদ্ধা জানাই কিন্তু এবার ওই মহিলার মুখ বন্ধ রাখা উচিত। তাপসী তুমি অনবদ্য অভিনেত্রী, তোমার পারফর্ম্যান্স আমাদের সকলের ভাল লাগে।” জবাবে বিক্রমকেও বিঁধতে ছাড়েননি রঙ্গোলি। ট্যুইটারে রঙ্গোলি বিক্রমকে উদ্দেশ্য করে লিখেছেন, “আমি চুপ করব কেন? আমি কি তোমার ওয়ালে গিয়ে কিছু লিখেছি? তুমি আমার মতামতের ওপর মত দিয়েছে। গণতন্ত্র আছে, আমাকে একদম চুপ করতে বলবে না।”
Why should I shut up u idiot,did I write it on your wall?? U can write opinions on my opinions,without realising my opinion is the mother opinion very reason f ur opinion, ha ha u give urs I give mine,it’s a democracy tere baap ki tanashahi nahin hai...So don’t ask me to shut up https://t.co/nglJJEdGu5
— Rangoli Chandel (@Rangoli_A) July 4, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement