Ranjish Hi Sahi Web Series: বলিউডের স্বর্ণযুগ এবার ওয়েব সিরিজে, আসছে 'রঞ্জিশ হি সহি'
Ranjish Hi Sahi Web Series: সত্তরের দশকের বলিউডের গল্প বলবে এই সিরিজ। যে সময় বলিউডের 'স্বর্ণযুগ' বলা হয়। 'রঞ্জিশ হি সহি' সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে তাহির রাজ ভাসিন, অমৃতা পুরি ও অমলা পাল।
মুম্বই: এবার ওয়েব সিরিজে ফিরে আসছে বলিউডের স্বর্ণযুগ (Golden era of Bollywood)। পরিচালক মহেশ ভট্টের হাত ধরে ওয়েব সিরিজে আসছে 'রঞ্জিশ হি সহি' (Ranjish Hi Sahi)।
পুষ্পদীপ ভরদ্বাজের রচনা ও পরিচালনায় আসছে এই ওয়েব সিরিজ। এই সিরিজটি তৈরি হবে এক চিত্র পরিচালককে কেন্দ্র করে যে এক তারকা অভিনেত্রীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়বেন।
সত্তরের দশকের বলিউডের গল্প বলবে এই সিরিজ। যে সময় বলিউডের 'স্বর্ণযুগ' বলা হয়। 'রঞ্জিশ হি সহি' সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে তাহির রাজ ভাসিন (Tahir Raj Bhasin), অমৃতা পুরি (Amrita Puri) ও অমলা পাল (Amala Paul)।
View this post on Instagram
এই সিরিজে মূলত বিভিন্ন মানুষের মধ্যের জটিল সম্পর্কগুলিকে তুলে ধরবে, ভালবাসার নানা রং দেখাবে। সিরিজটি মুক্তি পাবে ভুটে।
তাহির নিজের চরিত্র সম্পর্কে বলেন, 'স্ক্রিপ্ট শুনেই আমি তাজ্জব হয়ে যাই যে শঙ্কর চরিত্রটির অনেক স্তর আছে। দুই নারীর ভালবাসার মধ্যে এক পড়া এক মানুষের চরিত্র আমাকে আকর্ষণ করে।' তাহিরের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে অমৃতা পুরিকে। অমলা সেই সময়কার বিখ্যাত নায়িকার ভূমিকায় থাকবেন।
মুকেশ ভট্ট ও জিও স্টুডিওজের প্রযোজনায় 'রঞ্জিশ হি সহি' মুক্তি পাবে ১৩ জানুয়ারি, ভুট সিলেক্টে।
আরও পড়ুন: Prithviraj Movie Postponed: করোনার বাড়বাড়ন্তে ফের কোপ বলিউডে, স্থগিত 'পৃথ্বীরাজ' ছবির মুক্তি