ভাইরাল ভিডিও: সেলফি তুলতে চেয়েছিলেন অনুরাগী, রেগে গেলেন রানু মন্ডল
রানাঘাট স্টেশন থেকে রাতারাতি বলিউডে পৌঁছে গিয়েছেন রানু মন্ডল। সোশ্যাল মিডিয়ার হাত ধরে স্বপ্নের উত্থান ঘটেছে তাঁর। বলিউডের গায়ক তথা সঙ্গীত পরিচালক হীমেশ রেশমিয়ার সঙ্গে কয়েকটি গানও ইতিমধ্যেই রেকর্ড করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, এক অনুরাগী রানুর কাঁধে হাত দিয়ে ডেকে সেলফি তোলার আবদার জানাচ্ছেন। এতে রেগে যান সোশ্যাল মিডিয়া সেনসেসন। পাল্টা রানু ওই অনুরাগীদের কাঁধে হাত দিয়ে জানতে চান, (ইয়ে ক্যায়া হোতা হ্যায়?) এটা কী হচ্ছে?। অনুরাগীর সঙ্গে রানুর এই ব্যবহার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশকে ক্ষুব্ধ করেছে। রানু অবশ্য সেলফি তোলার অনুরোধ জানানোয় এই অনুরাগীর ওপর রেগে যায়নি। গায়ে হাত দেওয়ায় ক্ষুব্ধ হন তিনি। মনে হয়, তাঁর ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়াটা রানুর পছন্দ হয়নি। তবে এই ভিডিও সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় একাংশের সমালোচনার মুখে পড়তে হয়েছে রানুকে। রাতারাতি সেলিব্রিটি হয়ে যাওয়ায় রানুর আচরণ বদলে গিয়েছে বলে তাঁরা কটাক্ষ করেছেন। দেখে নেওয়া যাক, সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারী কয়েকজনের প্রতিক্রিয়া-Don't touch me, I'm celeb now : Ranu Mondal We made her celebrity and now see her attitude.#ranumondal #ranumandal pic.twitter.com/HOGFPYnU4s
— HasegaIndia (@indiahasegaa) November 4, 2019
Don't touch me, I'm celeb now : Ranu Mondal We made her celebrity and now see her attitude.#ranumondal #ranumandal pic.twitter.com/HOGFPYnU4s
— HasegaIndia (@indiahasegaa) November 4, 2019
Really sad we all twitterati supp her when her station vala video came see her behaviour after becoming celebrity Such insult of any fan is pathetic #RanuMondal @singh_harmeet84 https://t.co/8rQHcEijau
— Nandini Idnani (@idnani_nandini) November 4, 2019
Dont touch me Im Famous. #RanuMondal 😆🤦 pic.twitter.com/G7d7FDvnVB
— Anil.M.Jacob🇮🇳 (@AnilMJacob) November 4, 2019
Ranu Mondal, who was singing in Railway Station says: * She's now a celebrity and others shouldn't touch her! This is what happens when people don't know to handle the instant name and fame they get! pic.twitter.com/7tRk1WHTsL
— Mahesh Vikram Hegde (@mvmeet) November 4, 2019