রণবীরকে নিয়ে কাজ করতে উত্সাহী প্রায় সব পরিচালক। এবার কবীর খানের সিনেমাতেও দেখা যেতে পারে তাঁকে।
2/7
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রাক্তন চ্যাম্পিয়ন অল রাউন্ডারের ভূমিকায় রণবীর সিংহকে চূড়ান্ত করা হয়েছে।
3/7
কবীরের সিনেমায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের ভূমিকায় দেখা যেতে পারে রণবীরকে।
4/7
জানা গেছে, কপিলের ভূমিকায় প্রথমে অর্জুন কপূরকে ভাবা হচ্ছিল। কিন্তু এখন তাঁর বন্ধু তথা গুণ্ডে-র সহ অভিনেতা রণবীর সিংহই ওই ভূমিকায় অভিনয় করবেন।
5/7
সিনেমা নির্মাতাদের পক্ষ থেকে অবশ্য এখনও কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি। তবে খবর সত্যি হলে, পর্দায় সুশান্ত সিংহ রাজপুতের পর এবার ক্রিকেট খেলতে দেখা যাবে রণবীরকে। এর আগে মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকে দেখা গিয়েছিল সুশান্ত সিংহ রাজপুতকে।
6/7
জানা গেছে, ১৯৮৩-তে ভারতের বিশ্বকাপ জয়ের কাহিনী অবলম্বনে ওই সিনেমার প্রযোজনা করবেন অনুরাগ কাশ্যপ। উল্লেখ্য, রণবীর ক্রিকেট দারুন পছন্দ করেন।
7/7
বলিউডের ফিল্মে অভিনয়ে নিজস্বতা ইতিমধ্যেই দেখিয়েছেন অভিনেতা রণবীর সিংহ। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি। ‘ব্যান্ড বাজা বারাত’, ‘লুটেরা’, ‘রাম লীলা’, ‘বাজীরাও মস্তানি’-তে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। এবার পদ্মাবতী সিনেমায় দেখা যাবে তাঁকে।