Jayeshbhai Jordaar: 'জোয়েসভাই'-এর ছেলে হবে নাকি মেয়ে? বড় চমক রণবীরের
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবি 'জোয়েসভাই জোরদার'-এর পোস্টার শেয়ার করেছেন বলিউড অভিনেতা রণবীর সিংহ। তাঁর হাতে রয়েছে একটি শিশুর প্রতিকৃতি। পোস্টারে লেখা রয়েছে, 'জোয়েসভাইয়ের ছেলে হবে নাকি মেয়ে'
মুম্বই: চলতি বছর ১৩ মে মুক্তি পাবে বলিউড তারকা রণবীর সিংহের (Ranveer Singh) আগামী ছবি 'জোয়েসভাই জোরদার' (Jayeshbhai Jordaar)। প্রথম থেকেই এই ছবিকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। পোস্টার থেকে মুক্তির দিন ঘোষণা, সবই অন্য কায়দায় করছেন রণবীর সিংহ। আর এবার প্রকাশ্যে এল নতুন পোস্টার। যা দেখে আরও অনেক নেট নাগরিকরা। সামনেই মুক্তি পাবে ট্রেলার। তারই অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।
'জোয়েসভাই জোরদার' ছবির পোস্টার-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবি 'জোয়েসভাই জোরদার'-এর পোস্টার শেয়ার করেছেন বলিউড অভিনেতা রণবীর সিংহ। তাঁর হাতে রয়েছে একটি শিশুর প্রতিকৃতি। পোস্টারে লেখা রয়েছে, 'জোয়েসভাইয়ের ছেলে হবে নাকি মেয়ে'। আর পোস্টার শেয়ার করে অভিনেতা লিখেছেন, 'আপনার কী মনে হয়?' আর এতেই মজেছেন নেট নাগরিকর থেকে অন্যান্য় তারকারা। 'জার্সি' অভিনেত্রী ম্রুণাল ঠাকুর কমেন্টে লিখেছেন, 'ওহ মাই গড! তোমাকে তো এখানে একেবারে ভিন্ন লুকে লাগছে!'। জোয়া আখতার আবার লিখেছেন, 'অবিশ্বাস্য।' রণবীর সিংহের 'জোয়েসভাই জোরদার' ছবির নতুন পোস্টার দেখে অবাক সকলে।
আরও পড়ুন - Top Entertainment News Today: বলিউড থেকে টলিউড, বিনোদনের জগতের সেরা ১০ খবর
প্রসঙ্গত, কিছুদিন আগেই ভিন্ন কায়দায় 'জোয়েসভাই জোরদার' ছবির মুক্তির দিন ঘোষণা করেন রণবীর সিংহ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেনতিনি (Ranveer Singh)। যেখানে তাঁকে দেখা যাচ্ছে নানা রূপে। ভিডিওতে রণবীর সিংহকে বলতে শোনা যাচ্ছে, 'আমি জানি আপনারা নানা ধরনের হিরোদের দেখেছেন। গানওয়ালা হিরো, ধনওয়ালা হিরো, সাপের ফনাওয়ালা হিরো, নাচতা হিরো, পুলিশওয়ালা হিরো, গুন্ডেওয়ালা হিরো, ঘোড়েওয়ালা হিরো, আউটারস্পেশ হিরো, লাল চাড্ডিওয়ালা হিরো, চমগাদরওয়ালা হিরো, ডবলরোলওয়ালা হিরো, নং ওয়াল হিরো। আপনারা তো সবরকমেরই নায়ককে দেখে নিয়েছেন। কিন্তু কখনও এমন হিরোকে দেখেননি, যে হিরোগিরিতে এদের সবার থেকে আলাদা। নাম তার জোয়েসভাই। আর কাজ সে করে জোরদার। আগামী ১৩ মে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই ছবি।'