Ranveer Singh: কর্ণ জোহরের জন্মদিনে ভাইরাল 'ডাফলিওয়ালে' রণবীর সিংহ
Karan Johar Birthday Party: একটি ভিডিওয় 'ডাফলিওয়ালে' গানে নাচতে দেখা যায় কর্ণ জোহর ও রণবীর সিংহকে। নীতু সিংহও পা মেলালেন গানে।
নয়াদিল্লি: সম্প্রতি ৫০ পূরণ করলেন পরিচালক ও প্রযোজক কর্ণ জোহর (Karan Johar)। যশ রাজ স্টুডিওসে (Yash Raj Studios) উদযাপিত হয় তারকা খচিত জন্মদিনের অনুষ্ঠান। সেখান থেকে একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কোথাও দেখা যাচ্ছে 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির গানে পা মেলাচ্ছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। কোথাও ডাফলি বাজাচ্ছেন রণবীর সিংহ (Ranveer Singh)।
কর্ণ জোহরের জন্মদিনে ভাইরাল রণবীর সিংহের নাচ
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রণবীর সিংহকে 'ডাফলি' নামক একটি বাদ্যযন্ত্র বাজাতে দেখা গেল। বিখ্যাত 'ডাফলিওয়ালে' গানে পা মেলালেন বার্থ ডে বয়। ভাইরাল পরিচালকের নাচ।
ভিডিওয় স্টেজের এক কোণে বসে থাকতে দেখা যাচ্ছে 'গালি বয়'কে। সেখানে বসেই ডাফলিতে মন দিয়েছেন। সেই গানে নাচে মত্ত কর্ণ জোহর। পাপারাৎজিরা ব্যস্ত ছবি ভিডিও করতে।
View this post on Instagram
অপর একটি ভিডিওয় 'ডাফলিওয়ালে' গানে নাচতে দেখা যায় কর্ণ জোহর ও রণবীর সিংহকে। নীতু সিংহও পা মেলালেন গানে।
আরও পড়ুন: Hrithik Roshan: নতুন সম্পর্কে শিলমোহর দিলেন হৃত্বিক রোশন? মুহূর্তে ভাইরাল ছবি
কর্ণের জন্মদিনে শাহরুখের নাচ
সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ভিডিও পোস্ট করা হয়েছে কর্ণের জন্মদিনের পার্টির। সেখানে দেখা যায় জন্মদিনের পার্টিতে ডান্স ফ্লোর মাতাচ্ছেন কিং খান। 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির 'কোই মিল গয়া' গানে নাচে ঝড় তুলেছেন বলিউডের বাদশা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রকাশ হতেই তা ভাইরাল হতে সময় নেয়নি।