এক্সপ্লোর
প্রয়াত দিদিমা, শ্যুটিং বাতিল করলেন রণবীর

মুম্বই: প্রয়াত হলেন বলিউড অভিনেতা রণবীর কপূরের দিদিমা। তাঁর খুবই আদরের নাতি ছিলেন রণবীর। দিদিমার মৃত্যুর খবর পাওয়ার পরই বলিউড অভিনেতা তাঁর সমস্ত শ্যুটিং ও অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন। রণবীর এক সাক্ষাত্কারে তাঁর দিদিমা সম্পর্কে বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, জীবনে অক্সিজেন ও জল যেমন জরুরি তেমনি তাঁর কাছে তাঁর দিদিমা। রণবীর বলেছিলেন, তিনি সকলের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন। আর এই শিক্ষা তিনি পেয়েছেন তাঁর পরিবারের কাছে। এভাবেই তিনি বড় হয়েছেন। আর এর মূলে রয়েছেন তাঁর দিদিমা। কয়েকদিন আগে দীপিকা পাড়ুকোনও রণবীরের দিদিমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ওই সময় গুঞ্জন ছড়িয়েছিল যে, খুব শীঘ্রই রণবীর ও দীপিকা বিয়ে করতে চলেছেন। রণবীরের দিদিমা দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















