বলিউডের পাওয়ার হাউস বলে পরিচিত পেয়েছেন রণবীর সিংহ। এখন ‘পদ্মাবতী’ সিনেমার জন্য তিনি ব্যস্ত। তবে এর মাঝেও চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেখতে লন্ডনে পৌঁছে গিয়েছেন তিনি।
2/7
বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনকেও দেখা গিয়েছে বার্মিহামে।
3/7
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি অনুরাগ দেখাতেও দেখা গিয়েছে বলিউডের এই জনপ্রিয় জুটিকে। দীপিকার একটি ছবিতে রনবীর কমেন্ট করেন, ‘মিসিং ইয়া’..। অন্যদিকে রণবীরের একটি মজার ভিডিওতে দীপিকার কমেন্ট, ‘ক্লাউন’।
4/7
এরইমধ্যে শোনা যাচ্ছে, রণবীর এবার দীপিকার প্রতিবেশী হতে চলেছেন।
5/7
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দীপিকা মুম্বইয়ে যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়েই একটা ফ্ল্যাট কেনার প্রস্তুতি নিচ্ছেন রণবীর। দীপিকা সম্প্রতি মুম্বইয়ের একটি অভিজাত আবাসনের ফ্ল্যাটে উঠে এসেছেন।
6/7
পদ্মাবতী-তে একসঙ্গে দেখা যাবে রণবীর ও দীপিকাকে। এর আগে ‘রামলীলা’, ‘বাজীরাও মস্তানি’-র মতো সিনেমায় অভিনয় করেছেন তাঁরা।
7/7
ফোর্বস তালিকায় ভারতের হায়েস্ট পেড অভিনেত্রী হিসেবে রয়েছেন দীপিকা। সব কিছু ঠিক থাকলে রণবীর মুম্বইয়ের প্রভাদেবী এলাকার ওই অভিজাত কমপ্লেসে ফ্ল্যাট নেবেন।