Rashmika-Vijay: সব জল্পনার অবসান! কয়েকদিনের মধ্যেই বিয়ে করছেন রশ্মিকা?
Rashmika Mandanna: নতুন বছরেই কি নতুন জীবন শুরু করতে চলেছেন বিজয় দেবেরাকোণ্ডা এবং রশ্মিকা মন্দানা? সম্প্রতি তাঁদেরকে ঘিরেই তুঙ্গে উঠেছে বিয়ের জল্পনা। কবে বিয়ের পিঁড়িতে বসছেন দুই তারকা ?
![Rashmika-Vijay: সব জল্পনার অবসান! কয়েকদিনের মধ্যেই বিয়ে করছেন রশ্মিকা? Rashmika Mandana and Vijay Deverakonda to get married soon, know the wedding date Rashmika-Vijay: সব জল্পনার অবসান! কয়েকদিনের মধ্যেই বিয়ে করছেন রশ্মিকা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/b848ee88b928d916856c94a587f6a1251704720899657900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: কর্ণ জোহরের শোয়ের কফি কাউচ হোক বা মলদ্বীপের ছুটি কাটানো, বিজয়-রশ্মিকার প্রেম এখন নেটিজেনদের কাছে একটা ওপেন সিক্রেট। জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজয় আর রশ্মিকা এখন একে অপরের পরিপূরক হয়ে উঠছেন যেন। অনস্ক্রিন ছেড়ে অফস্ক্রিন সম্পর্কের রসায়ন নিয়েই এখন নেটিজেনদের চর্চায় বিজয়-রশ্মিকার (Rashmika Mandanna-Vijay Deverakonda) প্রেম। আর এই জল্পনার মধ্যেই যেন আরও উত্তেজনার পারদ চড়াল তাঁদের বিয়ের খবর। সম্প্রতি জানা গিয়েছে তারকা বিজয় দেবেরাকোণ্ডা নাকি এবার বিয়ে করতে চাইছেন। কবে হবে রশ্মিকা-বিজয়ের বিয়ে?
নতুন বছরেই কি নতুন জীবন শুরু করতে চলেছেন বিজয় দেবেরাকোণ্ডা এবং রশ্মিকা মন্দানা? সম্প্রতি তাঁদেরকে ঘিরেই তুঙ্গে উঠেছে বিয়ের জল্পনা। এও শোনা গিয়েছে যে আগামী মাসেই অর্থাৎ ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয়-রশ্মিকা (Rashmika Mandanna-Vijay Deverakonda)। তবে এ বিষয়ে কোনও মন্তব্যই করেননি বিজয় বা রশ্মিকা কেউই। ফেব্রুয়ারি মাস প্রেমের মরশুম আর সেই মরশুমেই বাগদান সেরে ফেলতে চাইছেন দুই তারকা, এমনটাই শোনা গিয়েছে। তবে এর সত্যতা কতটা তা নিয়ে সন্দেহ থেকেই যায়।
'গীত গোবিন্দম' (Geetha Govindam), 'ডিয়ার কমরেড' (Dear Comrade) এই দুই ছবিতে একফ্রেমে দেখা গিয়েছিল রশ্মিকা এবং বিজয়কে। আর তারপর থেকেই দুজনের প্রেমের খবর ভেসে আসতে শুরু করে বিভিন্ন মাধ্যমে। বেশ কিছুদিন ধরেই তাঁরা একে অপরকে ডেট করছেন। সম্প্রতি হায়দ্রাবাদে দিওয়ালি উদ্যাপনের জন্য বিজয় দেবেরাকোণ্ডার বাড়িতেও দেখা গিয়েছিল রশ্মিকাকে। দুজনে একসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছেন নানা জায়গায়।
কিছুদিন আগেই 'অ্যানিম্যাল' (Animal) ছবিতে রশ্মিকা মন্দানার অভিনয় নিয়ে চর্চা শুরু হয়েছে দর্শকদের মধ্যে। রণবীর আর রশ্মিকার (Rashmika Mandanna) অনস্ক্রিন রসায়ন সাড়া ফেলেছে টিনসেল টাউনেও। সারা দেশ জুড়ে ৮০০ কোটিরও বেশি উপার্জন করে ফেলেছে এই ছবি। শোনা যাচ্ছে আল্লু অর্জুনের 'পুষ্পা ২' (Pushpa 2) ছবিতেও দেখা যাবে তাঁকে। অন্যদিকে পরশুরাম পেটলার ছবি 'ফ্যামিলি স্টার'-এ দেখা যাবে বিজয় দেবেরাকোণ্ডাকে। রশ্মিকার আগামী কাজের মধ্যে রয়েছে 'রেনবো', 'দ্য গার্লফ্রেন্ড' এবং 'ছভা' ইত্যাদি ছবিগুলি।
বলিউডে রশ্মিকা মন্দানার অভিষেক ঘটেছিল 'মিশন মজনু' ছবির হাত ধরে যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মলহোত্র। তারপর অমিতাভ বচ্চনের সঙ্গে 'গুডবাই' ছবিতেও অভিনয় করতে দেখা যায় তাঁকে। এরপরে 'পুষ্পা' ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে তাঁর অভিনীত শ্রীভল্লি চরিত্রটি মন কেড়ে নেয় সারা ভারতের দর্শকদের।
আরও পড়ুন: Dunki : ফের গতি নিল 'ডাঙ্কি', ১৮ তম দিনে কোথায় দাঁড়িয়ে শাহরুখের ছবি ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)