Rashmika Mandanna: ক্ষমা চাইলেন রশ্মিকা মন্দান্না! কী করেছেন অভিনেত্রী?
Mission Majnu: সদ্যই ছিল এই ছবির স্পেশাল স্ক্রিনিং। আর স্ক্রিনিংয়ের পরই অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন অভিনেত্রী। কী করলেন তিনি?
মুম্বই: আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাবে 'মিশন মজনু' (Missin Majnu)। স্বাভাবিকভাবেই অনুরাগীদের মতো তিনিও উত্তেজিত রয়েছেন ছবিটিকে নিয়ে। সদ্যই ছিল এই ছবির স্পেশাল স্ক্রিনিং। আর স্ক্রিনিংয়ের পরই অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন রশ্মিকা মন্দান্না (Rashmika Mandanna)। কী করলেন তিনি?
আচমকা কেন ক্ষমা চাইতে হল রশ্মিকা মন্দান্নাকে?
সম্প্রতি নেট দুনিয়ায় বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। পাপারাৎজ্জিদের পক্ষ থেকে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, যে স্থানে চলছিল 'মিশন মজনু'র স্পেশাল স্ক্রিনিং, সেই স্থান ত্যাগ করছেন রশ্মিকা মন্দান্না। তাঁর গাড়ির চালক ভিড় কাটিয়ে কোওরকমে বেরনোর চেষ্টা করছেন। অভিনেত্রীকে দেখার জন্য় সেখানে হাজির হয়েছিলেন বহু মানুষ। তাঁদের সঙ্গে ছিলেন ছবি শিকারীরাও। উপস্থিত সকলের দিকে তাকিয়ে হাসি বিনিময় করছিলেন রশ্মিকা। সঙ্গে সবাইকে অভিবাদনও জানাচ্ছিলেন। যখন রশ্মিকার গাড়ির চালক ভিড় কাটিয়ে বেরনোর চেষ্টা করছেন, অভিনেত্রীর নজর ছিল বাইরের দিকে। তিনি খেয়াল রাখছিলেন যে, গাড়ির কারণে সেখানে উপস্থিত কারও যাতে কোনও ক্ষতি না হয়। অনুরাগীদের ভিড় কাটিয়ে কোনওরকমে স্থান ত্যাগ করেই ক্ষমা চেয়ে নিলেন রশ্মিকা। তাঁর জন্য পাপারাৎজ্জি এবং সাধারণ মানুষের যে সমস্যা হয়েছে, তার জন্য তিনি মার্জনা চেয়ে নেন।
">
আরও পড়ুন - Rahul-Athiya Wedding: চোখ ধাঁধানো আলোয় সেজে উঠেছে বাড়ি! কবে বিয়ে রাহুল-আথিয়ার?
প্রসঙ্গত, 'মিশন মজনু'র স্পেশাল স্ক্রিনিংয়ে ক্যাজুয়াল আউটফিটে দেখা যায় রশ্মিকা মন্দান্নাকে। নীল রঙের একটি স্লিভলেস ক্রপ টপ পরেছিলেন তিনি। সঙ্গে ছিল জ্যাকেট। ক্যামেরায় পোজও দেন অভিনেত্রী। 'মিশন মজনু' রশ্মিকা মন্দান্নার দ্বিতীয় বলিউড ছবি। এই ছবিতে তাঁকে এক পাক নারীর চরিত্রে দেখা যাবে। ১৯ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।
">