বহু বিতর্কের পর অবশেষে গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সঞ্জয়লীলা বনশালীর পদ্মাবত। দর্শক ও সমালোচকরা সিনেমার প্রশংসায় পঞ্চমুখ। বলিউড তারকারাও এই সিনেমায় রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ।
2/6
সিনেমাটি দেখার পর বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনও দীপিকাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন। দীপিকা ওই বার্তাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।
3/6
পদ্মাবত সিনেমা দেখার পর নীতু ও ঋষি কপূরও দীপিকাকে শুভেচ্ছো জানিয়ে ফুলের স্তবক পাঠিয়েছিলেন।
4/6
আসলে এবারই প্রথম নয়, এর আগেও রেখা দীপিকাকে উপহার দিয়েছেন। এর আগে রেখা দীপিকাকে একটা সুন্দর শাড়ি উপহার দিয়েছিলেন। বাজিরাও মস্তানি সিনেমার মুক্তির পর রেখা দীপিকাকে একটি সিল্ক শাড়ি উপহার দিয়েছিলেন। ওই শাড়ি দীপিকা তাঁর এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে পরেছিলেন। আর ওই শাড়িতে দীপিকাকে চমত্কার মানিয়েছিল। এজন্য প্রচুর প্রশংসাও পেয়েছিলেন দীপিকা। দীপিকাকে রেখা খুবই পছন্দ করেন। অভিনয়ের পাশাপাশি দীপিকার ফ্যাশন সেন্সেরও প্রশংসক রেখা।
5/6
এবার বলিউড অভিনেত্রী রেখা দীপিকার অভিনয়ের প্রশংসা করে বার্তা পাঠালেন। আর সেই বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দীপিকা ক্যাপশনে লিখেছেন, 'কে, চিনে নিন'।