অক্ষয় কুমারের ‘ও মাই গড’ ছবিতে বলিউডে তাঁকে শেষবার দেখা গিয়েছিল।
2/6
মোহরা-র মাধ্যমে বলিউডে অভিষেকের পর তাঁর বেশিরভাগ দক্ষিণ ভারতীয় সিনেমাতেই দেখা গিয়েছে।
3/6
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্ল্যাস্টিক সার্জারির পর পুনম ঝাওয়ারকে কেমন দেখাবে, তা নিয়ে বিভিন্ন মহলে আগ্রহ ছিল। সম্প্রতি সার্জারির পর তাঁকে প্রকাশ্যে দেখা গিয়েছে। কিন্তু তাঁর চেহারায় বদলের জন্য তাঁকে চিনতে সমস্যা হচ্ছে।
4/6
একটি এন্টারটেনমেন্ট পোর্টালের খবর অনুযায়ী, নিজের শারীরিক সৌন্দর্য আরও বিকশিত করতে অভিনেত্রী তাঁর মুখ ও ত্বকের সার্জারি করিয়েছিলেন। কিন্তু প্ল্যাস্টিক সার্জারির পর তাঁর যে ছবি দেখা যাচ্ছে, তাতে মনে করা হচ্ছে, ওই প্রয়াস খুব একটা সফল হয়নি। কারণ, সার্জারির পর তাঁকে চিনতে পারাটাই কঠিন হয়ে পড়েছে।
5/6
জানা গেছে, সম্প্রতি অভিনেত্রী অন্য ধরনের সৌন্দর্য পেতে নিজের শরীরের অস্ত্রোপচার করিয়েছেন। এই প্ল্যাস্টিক সার্জারির পর তাঁকে একেবারে অন্যরকম লাগছে।
6/6
অভিনেত্রী পুনম ঝাওয়ার মোহরা সিনেমায় অক্ষয় কুমার, সুনীল শেঠ্ঠি ও রবীনা ত্যান্ডনের মতো তারকাদের সঙ্গে অভিনয় দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন। ‘মোহরা’-য় সুনীল শেঠ্ঠির বিপরীতে দেখা গিয়েছিল পুনম ঝাওয়ারকে। এখন প্লাস্টিক সার্জারির দৌলতে তাঁকে ঘিরে আলোচনা শুরু হয়েছে।