এক্সপ্লোর
‘জব হ্যারি মেট সেজল’ কতটা হিট!ছবি দেখতে দেখতে দর্শকের টুইট সুষমাকে ‘আমাকে বাঁচান’

নয়াদিল্লি: বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে টুইট করেন সারা দুনিয়াতে অসুবিধায় ফেঁসে যাওয়া বহু মানুষ। টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৯ লক্ষ। পাসপোর্ট থেকে ভিসা, বা চিকিত্সা সংক্রান্ত যেকোনও সমস্যায় কেউ ফেঁসে গেলে, তাঁরা তত্ক্ষনাত্ সুষমা স্বরাজের দ্বারস্থ হন, এবং প্রত্যেককে যত তাড়াতাড়ি সম্ভব জবাব দেওয়ার খ্যাতিও রয়েছে মন্ত্রী সম্পর্কে। তবে সম্প্রতি এক ব্যক্তি শাহরুখ খানের ছবি ‘জব হ্যারি মেট সেজল’ দেখতে দেখতে বিদেশমন্ত্রীকে টুইট করেন। সেই টুইটের উত্তরে সুষমা কোনও জবাব না দিলেও, সেই টুইটটি মারাত্মক ভাইরাল হয়েছে। পুণেবাসী সেই ভদ্রলোক শাহরুখ-অনুষ্কার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি দেখে কার্যত বিরক্ত হয়ে সুষমাকে টুইট করেন, ‘আমাকে বাঁচান’। এই সেই বিখ্যাত টুইট।
তবে বিদেশমন্ত্রীকে এই প্রথম এধরনের অদ্ভূত অনুরোধ করে টুইট কেউ করলেন না, এর আগে একজন তাঁর ফ্রিজ খারাপ হয়ে যাওয়ার জন্যে সাহায্য চেয়ে পাঠান বিদেশমন্ত্রীর কাছে। আরেকজন গাড়ি খারাপ হয়ে গেছে বলে টুইট করেন। অন্য একজন মঙ্গল গ্রহ থেকে তাঁকে উদ্ধারের আর্জি জানান। তবে তাঁকে দেওয়া সুষমার পাল্টা জবাবও পরে ভাইরাল হয়ে যায়।
গত তিনদিনে এই টুইটটি দেড় হাজারেরও বেশি বার রিটুইট করা হয়েছে, ২, ৪০০ বার লাইক করা হয়েছে। সুষমা জবাব না দিলেও, টুইটারাইটরা কিন্তু প্রতিক্রিয়া দিতে কার্পণ্য করেননি।@SushmaSwaraj mam, I'm watching #JabHarryMetSejal at Xion cinema Hinjewadi, Pune. Please rescue me as soon as possible.. ????????
— Vishal Surywanshi (@vsurywanshi87) August 5, 2017
তবে বিদেশমন্ত্রীকে এই প্রথম এধরনের অদ্ভূত অনুরোধ করে টুইট কেউ করলেন না, এর আগে একজন তাঁর ফ্রিজ খারাপ হয়ে যাওয়ার জন্যে সাহায্য চেয়ে পাঠান বিদেশমন্ত্রীর কাছে। আরেকজন গাড়ি খারাপ হয়ে গেছে বলে টুইট করেন। অন্য একজন মঙ্গল গ্রহ থেকে তাঁকে উদ্ধারের আর্জি জানান। তবে তাঁকে দেওয়া সুষমার পাল্টা জবাবও পরে ভাইরাল হয়ে যায়। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















