সেখানে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত ট্রেনিং শিডিউল লেখা রয়েছে
4/9
অভিনেতার মুখপাত্র জানান, ফিল্ম জগতের বহু অভিনেতা আমিরকে তাঁর ওজন কমানোর রহস্য জানতে চেয়েছেন। তিনি যোগ করেন, এর জন্য আমির যা খেটেছেন, তা অকল্পনীয়
5/9
আজকাল সকলেই ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের ফিল্মি লুক নিয়ে আলোচনায় মেতে উঠেছেন। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় আমিরের কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে অভিনেতা নিজের ওজন আবার অনেকটাই কমিয়ে ফেলেছেন।
6/9
‘দঙ্গল’ ছবির জন্য নিজের ওজন প্রা. ৩০ কিলোগ্রাম বাড়িয়েছিলেন আমির
7/9
সাইক্লিংয়ের ছবি শেয়ার করেছেন আমির
8/9
জানা গিয়েছে, ওজন কমানোর জন্য আমির সাইক্লিং, ট্রেকিং, সাঁতার ও টেনিস খেলেছেন। বলিউডের বহু তারকা অভিনেতা এখন আমিরকে ওজন কমানোর রহস্য জিজ্ঞাসা করেছেন।
9/9
‘দঙ্গল’ ছবির জন্য নিজের ওজন অনেকটাই বাড়িয়েছিলেন আমির। কিন্তু, এখন ওজন ফের প্রায় স্বাভাবিক করায় বহু অভিনেতাই ভেবে পাচ্ছন না কী করে আমির এত তাড়াতাড়ি ওজন কমালেন। সবচেয়ে বড় কথা, জানা গিয়েছে একেবারে প্রাকৃতিক নিয়মে ওজন কমিয়েছেন আমির।