এক্সপ্লোর
Advertisement
অন্যের সঙ্গে এনগেজড,অথচ........অঙ্কিতাকে কটাক্ষ করে কী বললেন রিয়া?
কী করে অঙ্কিতা ছাড়াছাড়ি হওয়ার পর সুশান্তেরই এক বন্ধুর সঙ্গে ডেট করেছেন, সেই প্রশ্ন তোলেন রিয়া। সুশান্ত তাঁকে বছরখানেক আগে ফোন করে রিয়া হেনস্থা করছে বলে অভিযোগ করেছিলেন, অঙ্কিতার এই দাবিও উড়িয়ে দেন তিনি।
মুম্বই: অঙ্কিতা লোখান্ডেকে কটাক্ষ রিয়া চক্রবর্তীর। সুশান্ত সিং রাজপুতের ‘বিধবা’ সাজার চেষ্টা করছেন অঙ্কিতা, এমনই মন্তব্য তাঁর।
হোয়াটসঅ্য়াপে চালাচালি হওয়া রিয়ার কিছু কথোপকথন, যাতে সুশান্তের মৃত্যুর সঙ্গে মাদক পাচারের সংযোগের ইঙ্গিত রয়েছে, প্রকাশ্যে আসার পর তাঁকে নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এবার পাল্টা আক্রমণ সুশান্তের বান্ধবীর।
'মনিকর্নিকা-দু ক্য়ুইন অব ঝাঁসি'র শ্যুটিংয়ের সময় সুশান্ত তাঁর সঙ্গে কথা বলেছিলেন বলে অঙ্কিতার দাবি নিয়ে মুখ খুলেছেন রিয়া। চার বছরে সুশান্তের সঙ্গে তিনি কখনও কথা বলেননি, অঙ্কিতার দাবি প্রসঙ্গে রিয়ার বক্তব্য, সুশান্তের সঙ্গে চার বছরে যখন কথাই বলেনি, তখন আমাকে নিয়ে এমন দাবি কী করে করল ও!
সম্প্রতি এক ইন্টারভিউতে রিয়া দাবি করেন, অন্য একজনের সঙ্গে এনগেজড থাকা সত্ত্বেও কী করে অঙ্কিতা এমন ভান করছে, যেন ও সুশান্তের বিধবা স্ত্রী। কী করে অঙ্কিতা ছাড়াছাড়ি হওয়ার পর সুশান্তেরই এক বন্ধুর সঙ্গে ডেট করেছেন, সেই প্রশ্ন তোলেন রিয়া। সুশান্ত তাঁকে বছরখানেক আগে ফোন করে রিয়া হেনস্থা করছে বলে অভিযোগ করেছিলেন, অঙ্কিতার এই দাবিও উড়িয়ে দেন তিনি।
সুশান্ত যে ফ্ল্য়াটের ভাড়া গুনতেন, অঙ্কিতা তার দেওয়াল ভেঙেছেন, সেটি ব্যবহার করছেন বলেও অভিযোগ করেন রিয়া। বলেন, সুশান্তকে যদি আমিই চালাতাম, নিয়ন্ত্রণ করতাম, তাহলে সবার আগে ওকে এটা থেকে বিরত রাখতাম না? সুশান্তের বন্ধু বলে পরিচিত সন্দীপ সিংহকে চেনার কথাও অস্বীকার করেন রিয়া। সুশান্তের কল লগে কখনও সন্দীপের নাম দেখেননি বলে দাবি করেন। দিশা সালিয়ান সম্পর্কে প্রশ্ন করা হলেও রিয়া দাবি করেন, মাত্র একবারই, তাও দশ মিনিট দেখা হয়েছিল দুজনের।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement