Rhea Kapoor Post-Wedding Looks: বিয়ের পর সাদা গাউন, হিরের নেকলেসে মোহময়ী রিয়া কপূর
নিজে পেশায় অভিনেত্রী না হলেও রিয়া কপূরের বিয়ের এবং বিয়ের পরবর্তী পোশাকে তিনি কোনও অংশেই গর্জাস অভিনেত্রীদের থেকে কম কিছু নন। বিয়ের দিনের সাজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রিয়া কপূর।
নয়াদিল্লি: মাত্র কয়েকদিন আগেই একেবারে ঘনিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ে সেরে ফেললেন অনিল কপূর কন্যা রিয়া। দীর্ঘদিনের প্রেমিক কর্ণ বুলানিকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। কর্ণ বুলানি নিজেও বলিউডের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে রয়েছেন। বেশ কিছু ছবিতে তাঁকে সহ-পরিচালকের ভূমিকায় তাঁকে দেখা গিয়েছে। গত ১৪ অগাস্ট অনিল কপূরের ছোট মেয়ের বিয়ে হয় একেবারে চুপিসাড়েই। বিয়েতে আমন্ত্রিতও ছিলেন শুধুমাত্র ঘনিষ্ট আত্মীয়রা। অভিনয় জগতের পরিবারের মেয়ে হলেও রিয়া কপূর নিজে মোটেই অভিনেত্রী নন। তবে, ক্যামেরার পিছনে তাঁর দক্ষতা আমরা বহুবার দেখেছি। 'আয়েশা', 'বীর দি ওয়েডিং'-র মতো ছবি প্রযোজনা করেছেন তিনি। নিজে পেশায় অভিনেত্রী না হলেও রিয়া কপূরের বিয়ের এবং বিয়ের পরবর্তী পোশাকে তিনি কোনও অংশেই বলি অভিনেত্রীদের থেকে কম কিছু নন। বিয়ের দিনের সাজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রিয়া কপূর। যেখানে তাঁকে আইভরি শাড়িতে চমক দিতে দেখা গিয়েছে। চমক দেওয়ার রেশ ধরে রাখলেন বিয়ের পরও। বিয়ের পরে ডিনারের পোশাক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সদ্য বিবাহিতা রিয়া।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বিয়ের পরের বেশ কিছু ছবি শেয়ার করেছেন রিয়া কপূর। সেই ছবিতে আবু জানি সন্দীপ খোসলার ডিজাইনার গাউনে সেজেছেন তিনি। ছবিতে দুর্দান্ত অফ হোয়াইট গাউনের সঙ্গে পরেছেন মানানসই গয়নাও। অফ হোয়াইট গাউনের সঙ্গে হিরের নেকলেস। আর তার সঙ্গে খয়েরি রঙের হিল জুতো। চুলও দিয়েছেন খুলে। সবমিলিয়ে রাজকুমারীর সাজে ধরা দিয়েছেন রিয়া।
প্রসঙ্গত, বড় মেয়ে সোনম কপূরের মতোই অনিল কপূরের ছোট মেয়ে রিয়া ফ্যাশন সচেতনতা সম্পর্কে আমরা সকলেই জানি। তাই বিয়ে কিংবা বিয়ের পরও যে তিনি ফ্যাশনের সঙ্গে ঐতিহ্যকেও পোশাকে ধরে রাখবেন, তা বলাই বাহুল্য। বিয়ের দিনও তাই তিনি সেলিব্রিটি ডিজাইনার অনামিকা খান্নার আইভরি শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন। তার সঙ্গে পরেছিলেন মানানসই মুক্তোর গয়না। উল্লেখ্য, রিয়া কপূরের বিয়ের বেশ কিছু গয়না তাঁর মা সুনীতা কপূরের কালেকশনের।