Richa Chadha: মুম্বইয়ের রাস্তায় যেকোনও কাউকে জড়িয়ে ধরছেন রিচা চাড্ডা! ব্যাপারটা কী?
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। অভিনেত্রীর হাতে একটি প্ল্যাকার্ড রয়েছে। যেখানে লেখা রয়েছে 'ফ্রি হাগস'। আর পথচলতি যেকোনও মানুষকে জড়িয়ে ধরছেন অভিনেত্রী।
মুম্বই: সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মুম্বইয়ের রাস্তায় 'ফ্রি হাগস' (Free Hugs) ব্যানার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা (Richa Chadha)। আর রাস্তার যেকোনও মানুষকে জড়িয়ে ধরছেন। নেট দুনিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে। কেন হঠাৎ এমন করছেন অভিনেত্রী? ফ্রি হাগস ব্যাপারটাই বা কী?
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। অভিনেত্রীর হাতে একটি প্ল্যাকার্ড রয়েছে। যেখানে লেখা রয়েছে 'ফ্রি হাগস'। আর পথচলতি যেকোনও মানুষকে জড়িয়ে ধরছেন অভিনেত্রী। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, 'হ্যাপি রনডম অ্যাক্টস অফ কাইন্ডনেস ডে। দুবছর আগে এই দিনটা আমি এভাবেই কাটিয়েছিলাম। আজকের দিনটা আপনারা কীভাবে উদযাপন করছেন?'
এমন ভিডিও পোস্ট করে 'ফুকরে' অভিনেত্রী আরও লেখেন, 'আমি এই ভিডিওটা দেখছিলাম। আর ভাবছিলাম, কীভাবে দুনিয়াটা বদলে গিয়েছে। মাত্র কয়েক দিনেই এই পৃথিবীর কত কিছু বদলে গিয়েছে। কোভিড পূর্ব সময়ে এই কাজটা করা কতটা সহজ ছিল। আশা করছি খুব শীঘ্রই এই দিন আবার ফিরে আসবে। আর আমরা ফের এমনভাবে সকলের সঙ্গে মেলামেশা করা শুরু করতে পারব। এই পৃথিবীর ভালোবাসা দরকার। কত ক্ষত সেরে যায় সামান্য একটু ভালোবাসা আর জড়িয়ে ধরায়। প্রত্যেককে এমন শুভ সহৃদয় দিবস।'
আরও পড়ুন - Gangubai Kathiawadi: 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' তৈরি নিয়ে মুখ খুললেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী
আসলে কোভিড পূর্ব সময়ে মানুষের সঙ্গে মেলামেশা করা কতটা সহজ ছিল। আর গত দুটো বছরে করোনা পরিস্থিতির কারণে এই সহজ মেলামেশাটাই কতটা বদলে গিয়েছে। আগে মানুষের কাছাকাছি যাওয়ার কোনও বাধা ছিল না। কিন্তু করোনা অতিমারী মানুষকে মানুষের থেকে অনেক দূরে করে দিয়েছে। জড়িয়ে ধরার মাধ্যমে সকলের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার সামান্য একটা প্রচেষ্টা করেছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। অভিনেত্রীর এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। তাঁর পুরনো এই ভিডিও দেখে কোভিড পূর্ব সময়ের দিনগুলোর স্মৃতিচারণা করেছেন নেট নাগরিকরা।