(Source: ECI/ABP News/ABP Majha)
Gangubai Kathiawadi: 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' তৈরি নিয়ে মুখ খুললেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী
লেখক হুসেইন জায়েদিসের বই 'মাফিয়া কুইন অফ মুম্বই'য়ের একটি অধ্যায় নিয়ে তৈরি হয়েছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'।আলিয়া ভট্ট ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অজয় দেবগন, শান্তনু মাহেশ্বরী, বিজয় রাজকে।
মুম্বই: আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)। আলিয়া ভট্ট অভিনীত এই ছবি নিয়ে নেট দুনিয়ায় অনুরাগীরা ইতিমধ্যে উচ্ছ্বাস প্রকাশ করছেন। প্রত্যাশাও রয়েছে এই ছবি ঘিরে অনেক। সম্প্রতি এক সাক্ষাতকারে পরিচালক সঞ্জয়লীলা বনশালি জানালেন যে, তাঁর এই ছবি তৈরি করতে গিয়ে কোন কোন বাধার সম্মুখীন হতে হয়।
এর আগে বহু অন্য ধারার ছবি দর্শককে উপহার দিয়েছেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী। তাঁর পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল 'পদ্মাবত'। যা শুধুমাত্র বক্স অফিসেই সাফল্য পায়নি। তার সঙ্গে সারাদেশের দর্শকের মধ্যে আলোচনাও তৈরি করেছে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন দীপিকা পাড়ুকোন। এখন তাঁর পরিচালিত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' দেখার জন্য উতসুক দর্শক। এক সাক্ষাতকারে সঞ্জয়লীলা বনশালী বলেন, 'আমার মনে হয়, যে দেশে মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকে, সেটাই আসল শক্তি। আমাদের কখনও ছবি তৈরি করতে গিয়ে কোনও বাধার সম্মুখীন হতে হয়নি। আমরা যা বলতে চেয়েছি, তা বলার সময় কখনও থামিয়ে দেওয়া হয়নি। আমাদের কখনও বলা হয়নি যে, এটা বলতে পারবে না। এটা সম্পূর্ণই আমাদের উপর নির্ভর করছে। একজন পরিচালক, প্রযোজক কিংবা একজন অভিনেতার কাছে আমাদের দেশে এমন স্বাধীনতা পাওয়ার থেকে আর বড় কী পাওনা আছে। আমার তো মনে হয় এটা খুবই উল্লেখযোগ্য যে, আমাদের কখনও কোনও ছবি তৈরি করতে গিয়ে কোনও বাধার মুখে পড়তে হয়নি। কোনওক্ষেত্রে বলা হয়নি যে, তুমি এটা করতে পারবে না। কারও অনুমতিও নেওয়ার প্রয়োজন হয়নি।' প্রসঙ্গত, বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের গালা সেগমেন্টে 'গাঙ্গুবাঈ কাতিয়াওয়াড়ি' ছবির ওয়ার্ল্ড প্রিমিয়র হবে।
আরও পড়ুন - Bappi Lahiri Demise: সোনালি গৌরবে বিশ্রাম নিন, বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ অভিষেক বচ্চনের
লেখক হুসেইন জায়েদিসের বই 'মাফিয়া কুইন অফ মুম্বই'য়ের একটি অধ্যায় নিয়ে তৈরি হয়েছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভট্ট। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অজয় দেবগন, শান্তনু মাহেশ্বরী, বিজয় রাজকে।