Richa Chadha Ali Fazal Marriage: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আলি ফজল-রিচা চড্ডা, কবে?
Richa Chadha Ali Fazal Marriage: একাধিক টিনসেল তারকা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই বছরে। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন ক্য়াটরিনা কাইফ - ভিকি কৌশল ও পত্রলেখা - রাজকুমার রাও। এবার আলি ফজল - রিচা চড্ডা।
নয়াদিল্লি: বলিউডে এখন বিয়ের মরসুম। একের পর এক টিনসেল তারকা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই বছরে। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন ক্য়াটরিনা কাইফ - ভিকি কৌশল (Katrina Kaif and Vicky Kaushal) ও পত্রলেখা - রাজকুমার রাও (Patralekhaa and Rajkumar Rao)। এবার শিরোনামে আরও এক তারকা জুটি। এক বিনোদন সংস্থার প্রতিবেদন অনুযায়ী এবার চার হাত এক হতে চলেছে রিচা চড্ডা ও আলি ফজলের (Richa Chadha and Ali Fazal)।
ওই প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের মার্চ মাসে বিয়ে সারবেন রিচা ও আলি। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রিচা ও আলি আপাতত দিল্লি ও মুম্বইয়ের (Delhi and Mumbai) একাধিক জায়গা ঘুরে দেখতে ব্যস্ত। বিয়ে হওয়ার জন্য পারফেক্ট জায়গায় সন্ধানে দুই তারকা (wedding venue)। তাঁরাও বিয়েতে শুধু পরিবার ও কাছের বন্ধুদেরই রাখতে চান।
আলি ফজল ও রিচা চড্ডার বিয়ে দুই শহরে হওয়ার কথা। মুম্বই ও দিল্লি, দুই জায়গাতেই চার হাত এক করতে চান তাঁরা।
২০২০ সালের এপ্রিলেই বিয়ে সারার কথা ছিল আলি ফজল ও রিচা চড্ডার। যদিও করোনা মহামারীর প্রকোপে সেই সিদ্ধান্ত বাতিল করেন জুটি। যদিও বিয়ের নতুন তারিখ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেননি তাঁরা।
View this post on Instagram
সম্প্রতি নিজের লেডি লভকে বিশেষ পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানান আলি ফজল।
আরও পড়ুন: Pooja Bhatt Update: 'সংগ্রাম'-এর পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট পূজা ভট্টের