Riddhi Sen: 'আনকোয়ারেন্টিনড', করোনা মুক্তির খবর দিতে এক ফ্রেমে ঋদ্ধি সুরঙ্গনা
Riddhi Sen: নিভৃতবাস শেষ ঋদ্ধি সেনের। করোনামুক্ত হয়েছেন তিনি। সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়ে ঋদ্ধি সেন লিখলেন, 'আনকোয়ারেন্টিনড'।
![Riddhi Sen: 'আনকোয়ারেন্টিনড', করোনা মুক্তির খবর দিতে এক ফ্রেমে ঋদ্ধি সুরঙ্গনা Riddhi Sen: Actor Riddhi Sen tested corona negative, wrote 'Unquarantined' on Social Media Riddhi Sen: 'আনকোয়ারেন্টিনড', করোনা মুক্তির খবর দিতে এক ফ্রেমে ঋদ্ধি সুরঙ্গনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/15/744fe90789a72016bc35b5a46c914d21_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: নিভৃতবাস শেষ ঋদ্ধি সেনের (Riddhi Sen)। করোনামুক্ত হয়েছেন তিনি। সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের (Surangana Bandyopadhyay) সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়ে ঋদ্ধি সেন লিখলেন, 'আনকোয়ারেন্টিনড'। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি এই জুটির ছবি মন কাড়ল নেটিজেনদের।
গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাগ করে নেন অভিনেতা ঋদ্ধি। সেখানে দেখা যায়, হাসিমুখে ঘরে বসে রয়েছেন ঋদ্ধি। আর কালো পোশাকে তাঁর হাতে হাত দিয়ে বসেছেন সুরঙ্গনা। উজ্জ্বল হাসি তাঁর মুখে। ছবিটি শেয়ার করে ঋদ্ধি লিখেছেন, 'আনকোয়ারেন্টিনড। সবার ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ যেটা আমায় সত্যি সত্যি ইতিবাচকতা এনে দিয়েছে। ছবিটি তিনি ট্যাগ করেছেন সুরঙ্গনাকেও। ছবির ফটো কার্টেসি দেওয়া নিয়ে বন্ধুদের মধ্যে খুনসুটি চলেছে কমেন্টবক্সে। প্রথমে না লিখলেন পরে ঋদ্ধি যোগ করেন, ছবিটি তুলেছেন সোহিনী গুপ্ত।
আরও পড়ুন: করোনা নেগেটিভ, 'দরজার খিল' খুলে শাঁখা সিঁদুর শাড়িতে সাজলেন ইমন!
করোনামুক্ত হয়েছেন ঋদ্ধির মা রেশমি সেনও। প্রথমে করোনা আক্রান্ত হন কৌশিন সেন পত্নীই। সম্ভবত তাঁর থেকেই পরে সংক্রমিত হন ঋদ্ধি। আপাতত বাড়িতেই রয়েছেন রেশমি। কিছুদিন বিশ্রাম নিয়ে তিনি ফিরবেন কাজে।
অন্যদিকে, করোনামুক্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের এই 'সুখবর' জানালেন তিনি। সেইসঙ্গে পোস্ট করা ছবিতে সাবেকি সাজে তাক লাগালেন সঙ্গীতশিল্পী। গত ৯ তারিখ সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন ইমন। ৬ দিনের মাথায় সঙ্গীতশিল্পীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট বলছে, 'অবশেষে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এল।' সঙ্গে পোস্ট করা ছবিতে ইমনের মাথায় দেখা মিলল একগুচ্ছ লাল গোলাপের। পরণে হালকা সবুজ ভারি পাড়ের শাড়ি আর লাল বেনারসী ব্লাউজ। হাতে শাখা-পলা, সিঁথি ভরা সিঁদুর, কপালের লাল টিপ যেন পূর্ণতা দিয়েছে ইমনের সাজকে।
অন্যদিকে নিভৃতবাস শেষ হয়েছে মিমি চক্রবর্তীরও (Mimi Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেন মিমি। সেখানে দেখা যাচ্ছে সাদা টপ আর আকাশী ডেনিম পরে নিজের বাড়ির ছাদে বসে রয়েছেন তিনি। খোলা চুলে আলগা সৌন্দর্য্য। নিয়ম অনুযায়ী, আজই নিভৃতবাস শেষ হয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে যেন নায়িকা বার্তা দিলেন, স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। যদিও সোশ্যাল মিডিয়ায় নিজের স্বাস্থ্য নিয়ে কিছু বলেননি সাংসদ মিমি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)