এক্সপ্লোর
Advertisement
বাবাকে শেষ দেখা হল না, চিরশান্তিতে ঘুমোও, তোমাকে প্রত্যেকটা দিন মিস করব”, ট্য়ুইট মেয়ে ঋদ্ধিমার
দিল্লিতে বসেই পেয়েছিলেন বাবার অসুস্থতার খবর। তখনই ছুটে যেতে চেয়েছিলেন বাবার কাছে। কিন্তু বাধ সেধেছিল লকডাউন। অবশেষে আশঙ্কাই সত্যি হল। বাবার মৃত্যুর আগে মুম্বই পৌঁছেতেই পারলেন না ঋষি কপূর কন্যা ঋদ্ধিমা কাপূর সাহানি।
মুম্বই: দিল্লি বসেই পেয়েছিলেন বাবার অসুস্থতার খবর। তখনই ছুটে যেতে চেয়েছিলেন বাবার কাছে। কিন্তু বাধ সেধেছিল লকডাউন। অবশেষে আশঙ্কাই সত্যি হল। বাবার মৃত্যুর আগে মুম্বই পৌঁছতেই পারলেন না ঋষি কপূরের কন্যা ঋদ্ধিমা কপূর সাহানি।
গতকালই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান বলিউড অভিনেতা ঋষি কপূর। রাত কাটতে না কাটতেই তাঁর প্রয়াণের খবর সামনে এসেছিল। সেইসময় দিল্লিতে নিজের শ্বশুরবাড়ি ছিলেন একমাত্র কন্যা ঋদ্ধিমা।
বাবার অসুস্থতার খবর পাওয়ামাত্রই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন ঋদ্ধিমা। চার্টাড বিমানে মুম্বইয়ে যাওয়া যায় কি না, সে কথা জানতে চান। তবে লকডাউনের মাঝে তা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেওয়া হয়।
তিনি চাইলে ব্যক্তিগত গাড়িতে দিল্লি থেকে মুম্বই যেতে পারেন বলে জানানো হয়। সেই অনুযায়ী ব্যক্তিগত গাড়িতে করে প্রায় ১৪০০ কিলোমিটার রাস্তা পেরিয়ে বাবার শেষকৃত্যে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ঋষি-কন্যা ঋদ্ধিমা। দিল্লির পুলিশের এক আধিকারিক বলেন, “পরিস্থিতি খতিয়ে দেখেই তিনি অনুমতি পেয়েছেন। গত রাতেই সব ব্যবস্থাপনা হয়েছে। আশা করা যাচ্ছে ১৮ ঘণ্টার মতো সময় লাগবে তাঁর।” যদিও শেষ পর্যন্ত তিনি রওনা দিতে পারেননি, তাঁর যাত্রা স্থগিত রাখা হয়েছে বলে সূত্রের খবর। ঠিক হয়েছে, আগামীকাল তিনি পরিবারের সদস্য়দের সঙ্গে মুম্বই রওনা হতে পারেন।
তবে বাবার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ পোস্ট করেন ঋদ্ধিমা। লেখেন, ‘‘পাপা, আই লাভ ইউ। আমি তোমাকে চিরকাল ভালবাসব। চিরশান্তিতে ঘুমোও, লড়াকু যোদ্ধা।'' ঋদ্ধিমা আরও লিখেছেন, ‘‘আমি তোমাকে প্রত্যেকটা দিন মিস করব। আমি তোমার ফোন কলগুলি মিস করব, যতদিন না আবার দেখা হচ্ছে, আই লাভ ইউ।''
আগামী ৩ মে পর্যন্ত দেশব্যাপী লকডাউন চলবে দেশে। ঋষি কাপুরের পরিবারের তরফে এক বিবৃতিতে সকল ঋষি ভক্তকে লকডাউন মেনে চলার আর্জি জানানো হয়েছে। ঋষি পত্নী নীতু সিংহ ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করেছেন। তিনি সকলকে লকডাউন মেনে চলতে অনুরোধ জানিয়েছেন।
আজ সন্ধ্যায় চন্দনওয়াড়ি শ্মশানে ঋষি কাপুরের শেষকৃত্য আয়োজন করা হয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement