Rishi Kapoor Death Anniversary: "ওঁকে ছাড়া কিছুই আগের মতো হবে না," ঋষি কাপুরের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণায় স্ত্রী নিতু
একবছরে এক মুহূর্তের জন্যও ঋষিকে ভুলতে পারেননি স্ত্রী নিতু কাপুর। জানালেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই জীবনসঙ্গীর মৃত্যু বার্ষিকীতে মন কেমনের চিঠি লিখলেন তিনি।
মুম্বই: "ওঁকে ছাড়া কিছুই আর আগের মতো হবে না, তবু জীবন চলবে।" ঋষিহীন বলিউডের ১ বছর। বছর ঘুরেও একরাশ মন খারাপ কাপুর পরিবারের অন্দরে। এই এক বছরে এক মুহূর্তের জন্যও ঋষিকে ভুলতে পারেননি স্ত্রী নিতু কাপুর। জানালেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই জীবনসঙ্গীর মৃত্যুবার্ষিকীতে মন কেমনের চিঠি লিখলেন তিনি।
গত বছর যখন মহামারীর সঙ্গে লড়ছে গোটা বিশ্ব, ঠিক তখনই পরপর ইন্দ্রপতনের সাক্ষী হচ্ছিল বলিউড। ২৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি দেন ইরফান। তার ঠিক পরের দিনই চলে যান বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। আজ তাঁর মৃত্যুর এক বছর পূর্ণ হল। আজও একই রকম টাটকা তাঁর সমস্ত স্মৃতি। সে কথাই মনে করালেন স্ত্রী নিতু এবং মেয়ে ঋদ্ধিমা। বলার অপেক্ষা রাখে না, ঋষি কাপুরের মৃত্যুবার্ষিকীতে মন খারাপ সিনেপ্রেমীদেরও।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় স্বামী ঋষি কাপুরের স্মৃতিচারণায় নিতু কাপুর লিখেছেন, "গতবছর তাঁকে হারিয়েছি, আমাদের জন্য দুঃখ ও বেদনাময় হয়ে উঠেছিল গোটা বিশ্ব।" তিনি আরও লিখেছেন, "এমন একটা দিনও কাটেনি যেদিন তাঁকে নিয়ে কথা হয়নি বা আমরা তাঁকে মনে করিনি। ওঁর পরামর্শ, ওঁর হাসি সব। ও আসলে আমাদের অস্তিত্বেরই একটা অংশ হয়ে রয়েছে। গোটা বছর আমরা হাসি মুখে ওঁকে স্মরণ করেছি, সে সারাজীবন আমাদের হৃদয়ে থাকবে। আমরা মেনে নিয়েছি তাঁকে ছাড়া জীবন আর আগের মতো হবে না, তবে জীবন তো চলবেই... "লাইফ গোজ অন..."
">
উল্লেখ্য, ২০২০ সালর ২৯ এপ্রিল মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে আশঙ্কাজনক অবস্থা ভর্তি করা হয় ঋষি কাপুরকে। গোটা একটি আইসিইউতেই ছিলেন তিনি। তাঁর ফিরে আসার অপেক্ষায় ছিল বি-টাউন। তবে শেষ রক্ষা হয়নি। ৩০ এপ্রিল সকাল সাড়ে ৮টা নাগাদ মৃত্যু হয় ৬৭ বছর বয়সী ঋষি কাপুরের।
শুধু নিতুই নন, শুক্রবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাবার সঙ্গে ছবি শেয়ার করেছেন ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুরও। একটি কোট উদ্ধৃত করে তিনি লিখেছেন, "যতদিন না আমাদের আবার দেখা হচ্ছে, আমরা তোমার কথা ভাবব, তোমার কথা বলব। আমারা আমাদের হৃদয়ে তোমাকে ধরে রাখব, যাতে তুমি আমাদের জীবনের মধ্যে দিয়ে আমাদের পথ দেখাতে পারো। যতদিন না আমাদের আবার দেখা হচ্ছে।"
"আমি তোমাকে ভালবাসি... "
">