এক্সপ্লোর
Advertisement
ঋষির স্মরণসভায় নীতু-রণবীর, প্রকাশ্যে এল ছবি
কপূর বাংলোতেই ঋষির স্মরণসভার আয়োজন করলেন ছেলে রণবীর ও স্ত্রী নীতু। একান্ত পরিবারের সদস্যদের জন্যই এই স্মরণসভার আয়োজন ছিল বলেই সূত্রের খবর।
মুম্বই: কপূর বাংলোতেই ঋষির স্মরণসভার আয়োজন করলেন ছেলে রণবীর ও স্ত্রী নীতু। একান্ত পরিবারের সদস্যদের জন্যই এই স্মরণসভার আয়োজন ছিল বলেই সূত্রের খবর। করোনা আবহে লকডাউন মেনে চলার বার্তা আগেই দিয়েছিলেন নীতু। স্মরণসভাতেও দেখা গেল সেই ছবি। গত বৃহস্পতিবার মৃত্যু হয় বলিউডের কিংবদন্তি অভিনেতা ঋষি কাপূরের।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ঋষির স্মরণসভার একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, ঋষি কাপূরের ছবিতে ফুলের মালা পরানো রয়েছে। পাশে একটি ছোট্ট গণেশের মূর্তিও দেখা যাচ্ছে। আর অভিনেতার সেই ছবির একদিকে বসে রয়েছেন স্ত্রী নীতু কাপূর, অন্যদিকে রয়েছেন ছেলে রণবীর কাপূর। এদিন নীতুর পরনে ছিল সাদা কুর্তি, আর রণবীরের পরনে পাঞ্জাবি, মাথায় পাগড়ি এবং কপালে তিলক।
ঋষি কপূরের মৃত্যুর পর আবেগঘন পোস্ট করেছিলেন নীতু। ইনস্টাগ্রামে আপলোড করা তাঁর ছবিতে দেখা যায়, হাসিমুখে বসে রয়েছেন ঋষি, হাতে পানীয়র গ্লাস। ছবিটি শেয়ার করে নীতু লিখেছিলেন, 'এখানেই আমাদের গল্প শেষ হল'।
শনিবার ঋষি কাপুরের স্মরণসভাতেও যোগ দিতে পারেননি অভিনেতার কন্যা ঋদ্ধিমা। কারণ, ঋদ্ধিমা যখন মুম্বই পৌঁছেছেন, ততক্ষণে স্মরণসভা শেষ হয়ে গিয়েছে। বাবার মৃ্ত্যুর খবর পেয়ে বিশেষ অনুমতি নিয়ে সড়কপথে দিল্লি থেকে রওনা দিয়েছিলেন কন্যা ঋদ্ধিমা। উপস্থিত না থাকতে পারায় তাঁকে বাবার শেষকৃত্য ভিডিও কলে দেখান আলিয়া ভট্ট।
প্রিয় অভিনেতার মৃত্যুতে আবেগতাড়িত হয়ে ভক্তরা যাতে লকডাউনের নিয়মবিধি ভুলে না যান তার জন্য সোশ্যাল মিডিয়ায় আগেই আবেদন করেছিলেন নীতু।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement