এক্সপ্লোর
Advertisement
১৯৭৩ সালে ‘ববি’-র জন্যে সেরা অভিনেতার পুরস্কার কিনে ছিলাম: ঋষি কপূর
মুম্বই: সম্প্রতি বলিউডের অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ফিল্মফেয়ার অনুষ্ঠিত হয়ে গেল। এ বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড মোটামুটি খুশির মেজাজেই শেষ হয়েছে, কিন্তু বিশেষ কিছু কারণে রেখে গেছে কয়েকটি প্রশ্ন। তার মধ্যেই অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে আত্মজীবনী ‘খুল্লাম খুল্লা: ঋষি কপূর আনসেন্সরড’-এ বিস্ফোরক দাবি করলেন ঋষি কপূর। ঋষি জানিয়েছেন, তিনি ১৯৭৩ সালে ‘ববি’ ছবির জন্যে সেরা অভিনেতার পুরস্কার কিনেছিলেন।
ঋষি কপূরের আত্মজীবনী প্রকাশের আগেই বিভিন্ন কারণে সকলের নজরে এসেছে। সেখানে রাজ কপূরের জীবন, তাঁর মহিলাপ্রীতি, সুরা নিয়ে যেমন কথা বলেছেন ছেলে ঋষি, তেমনই সেখানে তিনি বলেছেন কপূর পরিবারে বাবা-ছেলেদের সম্পর্কের জটিলতার কথা। এবার তিনি মুখ খুললেন সকলেরই জানা কিন্তু আড়ালে থাকা এক সত্যি নিয়ে। শোনা যেত বলিউডের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রচুর টাকার বিনিময় পুরস্কার কেনা হয়। আর সেই সত্যিতেই কার্যত সিলমোহর দিলেন ঋষি, নিজের জীবনের একটি বিস্ফোরক কথা ফাঁস করে।
১৯৭৩ সালে ‘ববি’র জন্যে সেরা অভিনেতার পুরস্কার কিনেছিলেন ঋষি। সেবার তাঁর লড়াই ছিল অমিতাভ বচ্চনের সঙ্গে, তাঁর মনোনীত ছবি ছিল ‘জঞ্জির’। তবে তাঁর জন্যে তিনি যথেষ্ট অনুতপ্ত, সেকথাও জানাতে ভোলেননি ঋষি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement