এক্সপ্লোর
Advertisement
কৃষ্ণা রাজ কপূরের শেষকৃত্যে থাকতে পারেননি রণবীর, পরিবারের পাশে দাঁড়ালেন আলিয়া
নয়াদিল্লি: বলিউডের শো ম্যান রাজ কপূরের স্ত্রী কৃষ্ণা রাজ কপূরের মৃত্যুতে সমগ্র পরিবার গভীর শোকাহত। কৃষ্ণা রাজ কপূরের শেষকৃত্যানুষ্ঠানে পরিবারের প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেন। কিন্তু ঋষি কপূরের পরিবার আসতে পারেননি। যদিও ঋষি কপূরের মেয়ে রিদ্ধিমা কপূর শহানি উপস্থিত ছিলেন।
ঋষি কপূরের পরিবার এখন আমেরিকাতে রয়েছে। কিছুদিন আগে ঋষি কপূর ট্যুইটে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন। তিনি জানান, চিকিত্সার জন্য কিছুদিনের ছুটি নিয়ে আমেরিকায় যাচ্ছেন।
নীতু কপূর ও ঋষি কপূর বর্তমানে আমেরিকায় রয়েছেন। জানা গেছে, তাঁদের সঙ্গে রয়েছেন তাঁদের ছেলে রণবীর কপূরও।এজন্য তাঁরা কৃষ্ণা রাজ কপূরের শেষকৃত্যে হাজির থাকতে পারেননি। রণবীর থাকতে না পারলেও আলিয়া ভট্ট এই শোকের সময়ে তাঁর পাশে দাঁড়ান। পরিচালক কর্ণ জোহরের সঙ্গে কপূর পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে পৌঁছন আলিয়া। ঠাকুমার মৃত্যুতে শোকবিহ্বল রণবীরের বোন রিদ্ধিমাকে সামলাতেও দেখা যায় তাঁকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement