ঋষি কপূরের এই প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন আলিয়া ভট্ট, করিশমা কপূর, শ্বেতা বচ্চন নন্দা, নব্য নভেলি নন্দা, রণধীর কপূর আর ববিতা কপূর, আরমান জৈন ও তাঁর স্ত্রী মনীষা মলহোত্র।
2/8
ফুল-মালায় ঢাকা পড়েছিল ঋষির ছবি।
3/8
শেয়ার করেন ফেলে আসা দিনের ছবি।
4/8
বাবার মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি বলে সোশ্যাল মিডিয়ায় একের পর এক আবেগী বার্তা পোস্ট করেন রিধিমা।
5/8
ঋষির মৃত্যুর পর মায়ের পাশে সবসময় থেকেছেন রিধিমা।
6/8
ঋষির বাড়িতেই মালা পরানো বাবার ছবির সঙ্গে দাঁড়ালেন তাঁর আদরের মেয়ে রিধিমা।