Ritabhari Chakraborty: 'ঝলমল করার কারণ', জুটিতে আদুরে ছবি শেয়ার ঋতাভরীর
নায়িকার গালে চুম্বন এঁকে দিচ্ছেন তথাগত। আর ঋতাভরীর মুখে উপচে পড়ছে খুশি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, 'আমি কি কিছু পোস্ট করতে ভুলে যাচ্ছি? ও হ্যাঁ, আমার ঝলমল করার কারণ'।
কলকাতা: দিদির বিয়ে। সাদা-মেরুন লেহঙ্গা আর খোলা চুলে ঝলমল করছিলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। ছবিতে তাঁর সৌন্দর্য্য সত্যিই ঈর্ষণীয়। দিদির বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নেওয়ার ঠিক পরের দিনই 'নিজের ঝলমল করার কারণ' শেয়ার করে নিলেন ঋতাভরী চক্রবর্তী।
ঋতাভরীর 'ঔজ্জ্বল্যের কারণ'
গতকাল রাতের দিকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নেন ঋতাভরী। সেই ছবিতে ঋতাভরীর পাশে রয়েছেন তাঁর প্রেমিক তথাগত। নায়িকার গালে চুম্বন এঁকে দিচ্ছেন তথাগত। আর ঋতাভরীর মুখে উপচে পড়ছে খুশি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, 'আমি কি কিছু পোস্ট করতে ভুলে যাচ্ছি? ও হ্যাঁ, আমার ঝলমল করার কারণ'।
নিজের সম্পর্কের কথা এর আগেই শেয়ার করেছিলেন ঋতাভরী। তাঁর প্রেমিক তথাগত পেশায় চিকিৎসক। দিদি চিত্রাঙ্গদার আইনি বিয়ের আসরে উপস্থিত ছিলেন ঋতাভরীর প্রেমিক তথাগতও। আর তাঁর সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করে ঋতাভরী বোঝালেন, তিনি ভালোবাসায় ভাসছেন, ডুবছেন।
আরও পড়ুন: দেব-রুক্মিণীকে শুভেচ্ছা জানাতে 'কাকা ইজ ব্যাক'!
এর আগে সোশ্যাল মিডিয়ায় দিদির সঙ্গে মিষ্টি কিছু মুহূর্তের ছবি শেয়ার করে নিয়েছেন ঋতাভরী। লিখেছেন, 'আমার বড় বোনের আজ বিয়ে হয়ে গেল। আমার কাছে এর থেকে খুশির আর কী আছে! একটা অদ্ভুত মানসিক দোলচল গিয়েছে এই দিদিকে এইভাবে দেখা পর্যন্ত। কখন আমার দিদি এতটা বড় হয়ে গেল! সম্বিত জামাইবাবু আর চিত্রাঙ্গদা এখন আইনত বিবাহিত। দুজনের জীবনে অনেক আনন্দ, অনেক পাগলামি আর সূর্যালোক আসুক। যদিও শীত আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সামাজিক বিয়ের উৎসবের জন্য। আপাতত সরকারের চোখে ওরা বিবাহিত।'
অন্যদিকে ইতিমধ্যেই 'ফাটাফাটি'-র শ্যুটিং শুরু করেছেন ঋতাভরী। অরিত্র মুখোপাধ্যায় পরিচালনায় এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhori Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। ঋতাভরী ও আবির ছাড়াও এই ছবিতে রয়েছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। 'উইন্ডোজ' (Windows)-এর ঘরে এই প্রথম কাজ স্বস্তিকার।
">