Bohurupi Film: ঋতাভরী নাকি কৌশানী, 'বহুরূপী'-র নায়িকা হিসেবে কাকে এগিয়ে রাখছেন পরিচালক নন্দিতা?
Ritabhari Chakraborty and Kaushani Banerjee: দুই নায়িকাকে কাস্ট করেছিলেন নন্দিতা রায় আর তাঁর টিমই। দুই নায়িকার সঙ্গে কাজ করে কেমন অভিজ্ঞতা হল পরিচালকের?
কলকাতা: দুই নায়িকা... দুই চরিত্র.. এক্কেবারে আলাদা। যখন প্রেক্ষাগৃহে উল্লেখযোগ্য ব্যবসা করছে 'বহুরূপী' (Bohurupi), তখন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee) পাশাপাশি প্রশংসিত হচ্ছেন ছবির দুই নায়িকাও। ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)। তবে যদি খোদ পরিচালকের কাছে প্রশ্ন করা হয়, তাঁর চোখে অভিনয়ের দিক থেকে কোন নায়িকা এগিয়ে? কী উত্তর দেবেন নন্দিতা রায় (Nandita Roy)? এবিপি লাইভ বাংলার (ABP Live Bangla)-র প্রশ্নের উত্তরে মনের কথা বললেন নন্দিতা।
দুই নায়িকাকে কাস্ট করেছিলেন নন্দিতা রায় আর তাঁর টিমই। দুই নায়িকার সঙ্গে কাজ করে কেমন অভিজ্ঞতা হল পরিচালকের? নন্দিতা রায় বলছেন, 'দুজনে দুরকম চরিত্রে অভিনয় করেছে। নিজের নিজের চরিত্রে দুজনেই নিজের সেরাটা দিয়েছে। আমি ২জনের মধ্যে কাউকে এগিয়ে রাখতে পারব না। কৌশানীর চরিত্রে ও যেটা করেছে, সেটা অভাবনীয়। আমার মনে হয় না এর থেকে ভাল আর কেউ করতে পারত। প্রত্যেকে ওকে এই চরিত্রে ভালবেসে ফেলবে। আর ঋতাভরী সত্যিই অবাক করে দিয়েছে। এত সুন্দর অভিনয় ও করেছে। একটা সময়ে, আমি যখন ঋতাভরীকে নিয়েছিলাম, আমি ভাবতে পারিনি ও এটা আমায় অনস্ক্রিন দিতে পারবে। কিন্তু ও যেটা দিয়েছে, ওর অভিনয়ে আমি মুগ্ধ, আপ্লুত। ওরা দুজনেই অসাধারণ।'
এ তো গেল নায়িকাদের কথা। সিনেমার ডাকাত, খোদ শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে কী বলেছেন পরিচালক? নন্দিতা রায় বলছেন, 'আসল ব্যাঙ্ক ডাকাতকে দেখলে কেউ ডাকাত বলে বিশ্বাসই করবেন না এতটাই সাধারণ দেখতে তাঁকে। এই আমাদের আশেপাশে যেমন ঘুরে বেড়ায়, তেমনই একটা মানুষ। চেহারায় কোনও বিশেষত্ব নেই, এক্কেবারে সাদামাটা। ওই রকম সাদামাটা একটা লোককে তুলে ধরার ক্ষেত্রে আমার মনে হয়েছিল শিবুর থেকে ভাল অভিনেতা আর কেউ হতে পারে না। শিবু এত সুন্দর একটা সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করতে পারে, সেটা আমরা আগেও দেখেছি। আমি যখন চিত্রনাট্যটা লিখছি, সবসময় শিবুর মুখটাই সামনে এসেছিল। এই ছবিটা শিবু ছাড়া আর কেউ করতে পারবে না। এতগুলো লুকে নিজেকে নিয়ে আসা... আমার মনে হয় শিবু এই মুহূর্তে গোটা দেশের অন্যতম একজন সেরা অভিনেতা। শিবু ছাড়া কারও মুখ আমার সামনেই আসেনি।'
আরও পড়ুন: Alia Bhatt: আলিয়ার মতোই বারে বারে পরতে চান প্রিয় শাড়ি বা লেহঙ্গা? যত্নে রাখুন এই সহজ উপায়ে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।