(Source: ECI/ABP News/ABP Majha)
Yash on KGF Success: বিশ্বাস ও স্বপ্নের গল্পে ভর করে অনুরাগীদের ধন্যবাদ, 'কেজিএফ: চ্যাপ্টার ২' অভিনেতা যশের
Yash on KGF Success: জানা যাচ্ছে, সবথেকে কম সময়ে ২৫০ কোটি টাকা ব্যবসা করা হিন্দি ছবির তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছে 'কেজিএফ চ্যাপ্টার টু'। এতদিন পর্যন্ত শীর্ষের জায়গা ধরে রেখেছিল 'বাহুবলী টু'।
নয়াদিল্লি: মুক্তির পর থেকেই সাড়া ফেলেছে দক্ষিণী সুপারস্টার যশ (Yash) অভিনীত 'কে জি এফ: চ্যাপ্টার ২' (KGF: Chapter 2)। প্রত্যেকদিনই একের পর এক রেকর্ড ভাঙছে এই ছবি। গোটা ভারত তথা গোটা বিশ্বে সমাদৃত যশের 'কে জি এফ'। এমন বিপুল সাড়া পেয়ে অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন অভিনেতা। পোস্ট করলেন ভিডিও।
যশের ধন্যবাদ
বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন রকিং স্টার যশ (Rocking Star Yash)। অনুরাগীদের শুভেচ্ছা জানান একটা ছোট্ট গল্পের মাধ্যমে।
নিজের রকি ভাই কায়দায় এক বালকের বিশ্বাস ও স্বপ্নের গল্প বলেন। যেখানে খরা আক্রান্ত একটি গ্রামে বৃষ্টির আশায় এক কিশোর ছাতা নিয়ে প্রার্থনাসভায় অংশ নেয়। সকলে তাঁকে হেয় করলেও তাঁর মনে আশা ছিল যে বৃষ্টি হবে, দু চোখ ভরা স্বপ্ন ছিল যে আবার শুকনো জমি ভরে উঠবে সবুজ ফসলে।
নিজের সঙ্গে সেই বালকের তুলনা করেন যশ। বলেন, 'আমি সেই বালকটির মতো যাঁর বিশ্বাস ছিল যে এমন দিন দেখতে পাব। আপানদের জন্য ধন্যবাদ যথেষ্ট নয়, তবুও প্রত্যেককে আমি হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই আমার ওপর এভাবে আশীর্বাদ ও ভালবাসা ঢেলে দেওয়ার জন্য।'
View this post on Instagram
অভিনেতার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা। 'কে জি এফ: চ্যাপ্টার ২' দেখে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা।
সবথেকে কম দিনে ২৫০ কোটির ব্যবসা করা হিন্দি ছবি
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কেজিএফ চ্যাপ্টার টু' হিন্দি ভার্সনের সাত দিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট ধরেই জানা যাচ্ছে, সবথেকে কম সময়ে ২৫০ কোটি টাকা ব্যবসা করা হিন্দি ছবির তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছে 'কেজিএফ চ্যাপ্টার টু'। এতদিন পর্যন্ত শীর্ষের জায়গা ধরে রেখেছিল 'বাহুবলী টু'। ৮ দিনে প্রভাস অভিনীত 'বাহুবলী টু' ২৫০ কোটি টাকার ব্যবসা করে। কিন্তু এবার সেই জায়গা দখল করল যশের ছবি। মাত্র ৭ দিনে এই রেকর্ড গড়েছে 'কে জি এফ: চ্যাপ্টার ২'।