Rocky Aur Rani Ki Prem Kahani: যাত্রা শুরু রকি-রানির, প্রথম বলিউড ছবি মুক্তির দিন দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা টোটার
Tota Roychowdhury: সোশ্যাল মিডিয়ায় দক্ষিণেশ্বর মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবি শেয়ার করে টোটা লেখেন, 'দক্ষিণেশ্বর মন্দিরে, মায়ের আশীর্বাদ চাইলাম রকি আর রানি আর তাদের প্রেমের গল্পের জন্য।
কলকাতা: আজ তাঁর বলিউডের ছবি মুক্তি। আর তাই, আদ্যপান্ত বাঙালি অভিনেতা সকাল সকাল হাজির হলেন মন্দিরে। ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করলেন নতুন সফর। আজ মুক্তি পেল কর্ণ জোহর (Karan Johar) অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani) ছবিটি। আর সেখানেই, গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)।
এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর সিংহ (Ranbir Singh)। আলিয়া এই ছবিতে বাঙালি কন্যা, তার বাবা ও মায়ের ভূমিকায় দেখা যাবে চূর্ণি গঙ্গোপাধ্যায় (Churni Ganguly) ও টোটাকে। আজ সকাল সকাল, দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে ছবির সাফল্যের জন্য প্রার্থনা করেন টোটা। সকালে এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে নিয়েছেন টোটা।
সোশ্যাল মিডিয়ায় দক্ষিণেশ্বর মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবি শেয়ার করে টোটা লেখেন, 'দক্ষিণেশ্বর মন্দিরে, মায়ের আশীর্বাদ চাইলাম রকি আর রানি আর তাদের প্রেমের গল্পের জন্য। আপনাদেরও সাহায্য, আশীর্বাদ দরকার এই ছবির জন্য।' ছবিতে আলিয়া হয়েছে চট্টোপাধ্যায় পরিবারের কন্যা। মহেশ চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে টোটাকে।
ছবি মুক্তির আগে কলকাতায় এসেছিলেন আলিয়া ও রণবীর। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন টোটা ও চূর্ণী। কলকাতায় এসে আলিয়ার মুখে শোনা গেল বাংলা। রণবীরের সঙ্গে পর্দার বঙ্গকন্যা পা মিলিয়ছিলেন 'হোয়াট ঝুমকা' (What Jhumka)-র তালেও। এদিন মুক্তি পেয়েছিল ছবির নতুন গান ‘ঢিন্ডোরা বাজে রে’। এদিন আলিয়া ও রণবীরকে স্বাগত জানানোর জন্য হলুদ ট্যাক্সি দিয়ে বানানো হয়েছিল হৃদয়ের চিহ্ন। তার মধ্যে লেখা হয়েছিল, কলকাতায় স্বাগত রকি আর রানি। এই সাজানোর মধ্যে দাঁড়িয়ে ছবি তোলেন রণবীর ও আলিয়া। কলকাতায় এসে আলিয়া পরেছিলেন গোলাপি ও লালের মিশেলে শিফন শাড়ি। সাদা শার্ট ও কালো স্ট্রাইপ প্যান্ট পরেছিলেন রণবীর।
বাঙালি পোশাকে হাজির ছিলেন টোটা ও চূর্ণীও। তাঁরা ভাগ করে নেন বলিউড শিল্পীদের সঙ্গে তাঁদের কাজের অভিজ্ঞতার কথা। টোটা এই ছবিতে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা কাজ বলেন। চূর্ণীর কন্ঠেও শোনা গেল আলিয়া ও রণবীরের প্রশংসা। কলকাতায় আসার জন্য নাকি রীতিমতো বাংলা অনুশীলন করেছিলেন আলিয়া। সাংবাদিকদের সামনে এসেও বাংলায় কথা শুরু করেন তিনি। এই ছবি এবার বক্সঅফিসে কতটা সাফল্য দেবে তার উত্তর দেবে সময়।
View this post on Instagram