Rohan-Rittika: রোহনের সঙ্গে অন্য নায়িকার প্রেমের জল্পনা, কিন্তু ঋত্বিকা বলছেন, 'এ মন তোকে দিলাম'
Rohaan Bhattacharyya-Ritwika Sen: কঙ্কন ভট্টাচার্যের পরিচালনায় আসছে নতুন ছবি। একটি কলেজ প্রতিযোগিতা দিয়ে এই ছবির শুরু।

কলকাতা: ফের নতুন বাংলা ছবি। আর সেই ছবিতে নতুন জুটি। রোহন ভট্টাচার্য্য ও ঋত্বিকা সেনের নতুন ছবি আসছে, 'এ মন তোকে দিলাম'। কঙ্কন ভট্টাচার্যের পরিচালনায় আসছে নতুন ছবি। একটি কলেজ প্রতিযোগিতা দিয়ে এই ছবির শুরু। ব়্যালিতে কে প্রথম হবে, সবার নজর থাকে সেই দিকে। গত কয়েক বছর এই কলেজের ছাত্র রাজা শিকদার পরপর প্রথম হয়েছে। কিন্তু রাজা শিকদার এই বছর অংশগ্রহণ করেনি। তার পরিবর্তে অংশগ্রহণ করে এই কলেজের ছাত্রী পূজা চৌধুরী, যার স্বপ্ন ছিল সে এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নিজেকে সবার কাছে সেরা প্রমাণ করবে। পূজার জেদ ছিল সে প্রথম হবে। কিন্তু পূজার স্বপ্নে সব আশায় জল ঢেলে নিভিয়ে দেয় প্রেম।
প্রেম এ বছর কলকাতা থেকে তার দিদির রুপলেখার অনুরোধে এই শিলিগুড়ির কলেজে ভর্তি হয়েছে, এই মোটর ব়্যালি প্রতিযোগিতায় সে পূজাকে হারিয়ে প্রথম স্থান অর্জন করে। এখানে প্রেমের জিত ও পূজার হার হয়। পূজা কিছুতেই এই হারকে মেনে নিতে পারে না, পূজার মনে শুরু হয় বদলা নেওয়ার অঙ্ক, কারন পূজা আজ পর্যন্ত যা চেয়েছে তাই পেয়েছে। অবিনাশ চৌধুরীর একমাত্র মেয়ে এই পূজা, আজ পর্যন্ত অবিনাশ চৌধুরী মেয়ের সব আশা তার সব চাহিদা পূরণ করেছে, কোনও কিছুর অভাব রাখেনি, এমন কি পূজার কোন কিছুর অভাব হয় নি, তাই পূজা এই হারকে মেনে নিতে পারছে না, পূজা মনে মনে নানারকম ফন্দি করে কি ভাবে এই হারের প্রতিশোধ নেবে। প্রেমের উপর বদলা নেবে, সে এমন শিক্ষা দিতে চায় যাতে প্রেম কোনদিন ভুলতে না পারে। শুরু হয় প্রতিশোধের হিসেব নিকেশ।
পূজা দেখতে খুব সুন্দরী, কলেজের সব ছাত্র তার প্রেমে পাগল। কিন্তু পূজা কাউকে পাত্তা দেয় না, সে ভীষণ অহংকারী। এদিকে কলেজের রাজা শিকদার পূজাকে ভালোবাসে, কিন্তু রাজা কোনদিন পূজাকে তার মনের কথা ভালোবাসার কথা বলতে পারেনি, এদিকে প্রেম কলেজে আসার পর ধীরে ধীরে সবার মনে পরিবর্তন আসে। কী সেই পরিবর্তন? আর কোন কোন চরিত্ররাই বা গল্পে এসে মোড় ঘুরিয়ে দেবে গল্পের? উত্তর মিলবে ছবির পর্দায়
আরও পড়ুন: Amitabh Bachchan: মে মাস থেকেই শ্যুটিং করছেন অমিতাভ, কবে পর্দায় 'কল্কি'-র সিক্যুয়াল?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
